রাজধানীতে ৩২ জন আটক
রাজধানীতে নাশকতার পরিকল্পনার অভিযোগে ২০ দলের ৩২ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় তাদের গ্রেপ্তার করেন পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার মাসুদুর রহমানের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, রোববার সকালে মিরপুরে অভিযান চালিয়ে জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থার (জাসাস) যুগ্ম সম্পাদক আয়নুল হককে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল।
প্রায় একই সময়ে ঢাকার ৬৮ নম্বর ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক মোশাররফকে বংশাল থেকে গ্রেপ্তার করে বংশাল থানা পুলিশ।
২০-দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টার হরতাল চলাকালে বিভিন্ন নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে তাদের সবাইকে আটক করা হয়েছে বলে জানান মাসুদুর রহমান।