পরীক্ষায় হরতাল না দেওয়ার আহ্বান জানিয়ে আশুগঞ্জে মানববন্ধন
এসএসসি পরীক্ষা নির্বিঘ্ন করতে এবং পরীক্ষা চলার সময়ে হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মানববন্ধন হয়েছে। আজ রোববার বেলা ১১টায় উপজেলার রেলগেট এলাকায় অভিভাবক-শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে এ মানববন্ধন করা হয়।
আশুগঞ্জ তাপবিদ্যুৎকেন্দ্র উচ্চ বিদ্যালয়, হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়, রওশন আরা জলিল উচ্চ বালিকা বিদ্যালয়, আলাল শাহ উচ্চ বিদ্যালয় ও চরচারতলা আলিয়া মাদ্রাসাসহ আটটি বিদ্যালয়ের ছাত্রছাত্রী, অভিভাবক ও শিক্ষকরা এ মানববন্ধনে অংশ নেন।
আশুগঞ্জ হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবীর বলেন, ২০ দলীয় জোটের হরতাল-অবরোধের কারণে এসএসসি পরীক্ষার্থী, শিক্ষক, অভিভাবকরা উদ্বিগ্ন। পরীক্ষা হবে কি না, হলে কখন শেষ হবে এই চিন্তায় তাদের চোখেমুখে হতাশার ছাপ
মো. হুমায়ুন কবীর ১৫ লাখ শিক্ষার্থীর ভবিষ্যতের কথা চিন্তা করে হরতাল-অবরোধ প্রত্যাহার করে দেশে একটি স্থিতিশীল অবস্থা ফিরিয়ে আনার আহ্বান জানান।