কুমিল্লায় ২০-দলীয় জোটের মিছিলে পুলিশের বাধা
কুমিল্লায় আজ রোববার সকালে হরতাল-অবরোধের সমর্থনে ২০-দলীয় জোটের নেতা-কর্মীদের মিছিলে বাধা দিয়েছে পুলিশ।
সকাল সাড়ে ৮টায় নগরের কান্দিরপাড়ে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে নেতা-কর্মীরা একটি মিছিল বের করেন। পরে তাঁরা কান্দিরপাড় চত্বরে পুলিশের বাধার মুখে পড়েন।
এর আগে সকাল ৭টায় কুমিল্লা জেলা মহিলা দল, ছাত্রদল, যুবদল, জামায়াত ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা শহরের চকবাজার, শাসনগাছা ও টমচমব্রীজ এলাকায় পৃথক পৃথক মিছিল বের করেন।
এদিকে হরতাল চলাকালে নগরে স্বাভাবিকের চেয়ে অনেক কম যানবাহন চলাচল করতে দেখা গেছে। স্কুল-কলেজে ছাত্রছাত্রীর উপস্থিতি অনেক কম ছিল। অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে।
হরতালের সহিংসতা এড়াতে শহরে বিজিবি মোতায়েন করা হয়েছে। শহর থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। গতকাল শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা বুড়িচংয়ের সৈয়দপুর বাসস্ট্যান্ড এলাকায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। হরতালে সহিংসতার আশঙ্কায় জেলার বিভিন্ন এলাকা থেকে ২০-দলীয় জোটের ২০ নেতা-কর্মীকে আটক করে পুলিশ।