‘এসএসসি পরীক্ষার্থীদের নিরাপত্তা দেবে র্যাব’
পুলিশের পর এবার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নও (র্যাব) এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়ার কথা জানিয়েছে।
আজ রোববার র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ জানান, ‘অভিভাবক ও শিক্ষকরা চাইলে র্যাব এসএসসি পরীক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা প্রদান করবে।’
আজ বেলা সাড়ে ১১টার দিকে বরিশালে র্যাব-৮-এর সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বেনজির আহমেদ বলেন, ‘একটি গোষ্ঠী সন্ত্রাস, হামলা, ভাঙচুর চালিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। কিন্তু সবাই একত্রিত থাকলে এবং জনগণ আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করলে তাদের এই অপচেষ্টা ব্যর্থ হবে।’
এক প্রশ্নের জবাবে র্যাব মহাপরিচালক বলেন, মূলত জনগণকে অনুপ্রাণিত করতেই হামলাকারীদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছে র্যাব। জনগণকে সচেতন করতে র্যাবের পক্ষ থেকে লিফলেট বিলি ও প্রচারণা চালানো হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে তিনি সবাইকে ঐকবদ্ধ হওয়ার এবং র্যাবকে সহয়তা করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান, পুলিশের বরিশাল রেঞ্জের উপমহাপরিদর্শক হুমায়ুন কবির, বরিশাল মহানগর পুলিশের কমিশনার শৈবাল কান্তি চৌধুরী। পরে মহাপরিচালক র্যাব-৮-এর জন্য নবনির্মিত কমপে¬ক্স পরিদর্শন করেন।