ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্তির প্রস্তাবের প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন
ময়মনসিংহ বিভাগে কিশোরগঞ্জ জেলাকে যুক্ত করার প্রস্তাবের বিরোধিতা করে এবং কিশোরগঞ্জ পৌরসভাকে সিটি করপোরেশন ঘোষণার দাবিতে মানববন্ধন করেছে কিশোরগঞ্জবাসী। মানববন্ধনের পাশাপাশি কিশোরগঞ্জ সম্মিলিত নাগরিক ফোরামের উদ্যোগে মিছিল, গণজমায়েত ও ওয়েবপেজ উদ্বোধন কর্মসূচিও পালিত হয়েছে।
আজ রোববার সকালে জেলা শহরের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সর্বস্তরের লোকজন গুরুদয়াল সরকারি কলেজ মাঠে জমায়েত হন। পরে সেখানে ঘণ্টাব্যাপী বিশাল মানববন্ধন হয়। মানববন্ধন শেষে জেলা শহীদ মিনার প্রাঙ্গণে ছাত্র-গণজমায়েত হয়।
গণজমায়েতে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান। সম্মিলিত নাগরিক ফোরামের সমন্বয়কারী এনায়েত করিম আমিরের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গণতন্ত্রী পার্টির জেলা সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, জেলা উইমেন চেম্বারের সভাপতি ফাতেমা জোহরা, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসুদ আল মামুন খান, জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ঢালী লিমন এবং সম্মিলিত অনলাইন অ্যাকটিভিস্ট ফোরামের সাধারণ সম্পাদক বিজয় রায় খোকা। পরে অতিথিরা ওই দাবির সমর্থনে একটি ওয়েবপেজের উদ্বোধন করেন।
গত ১৫ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে জেলা সম্মিলিত নাগরিক ফোরাম ময়মনসিংহ বিভাগের সঙ্গে কিশোরগঞ্জ জেলাকে যুক্ত করার প্রস্তাবের বিরোধিতা করে এবং কিশোরগঞ্জ পৌরসভাকে সিটি করপোরেশন ঘোষণার দাবিতে লাগাতার আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে। কর্মসূচির অংশ হিসেবে এরই মধ্যে মিছিল, সমাবেশ, মানববন্ধনসহ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।