যশোরে বিএনপি নেতাকে আটকের পর হাসপাতালে ভর্তি
যশোরের ঝিকরগাছা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ঝিকরগাছা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খোরশেদ আলমকে আটকের পর আহত অবস্থায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
খোরশেদ আলমের স্ত্রী তহমিনা বেগম জানান, শনিবার রাতে একদল দুর্বৃত্ত সদর উপজেলার নতুনহাটে খোরশেদ আলমের মালিকানাধীন চালকলে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। ক্ষতিগ্রস্ত চালকল দেখতে আজ রোববার সকাল ৮টার দিকে খোরশেদ আলম সেখানে গেলে পুলিশ তাঁকে আটক করে। সকাল ১০টার দিকে থানাহাজতে স্বামীর মঙ্গে দেখাও করেন তহমিনা বেগম। তখনো সম্পূর্ণ সুস্থ ছিলেন খোরশেদ। এরপরই তাঁকে আদালতে নেওয়া হচ্ছে বলে থানা থেকে বের করে দেওয়া হয়। বিকেল ৫টার দিকে তাঁরা খবর পান পায়ে গুলিবিদ্ধ অবস্থায় খোরশেদ আলমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যোগাযোগ করা হলে যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) বিধান কুমার বিশ্বাস দাবি করেন, নতুনহাট এলাকার লোকজন খোরশেদ আলমকে পেট্রলবোমাসহ ধরে গণপিটুনি দেয়। খবর পেয়ে তিনি তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন।