সরকারি ব্যাংকে খেলাপিঋণ ২০,৭৯৭ কোটি টাকা
বিভিন্ন সরকারি ব্যাংকে ব্যক্তি ও প্রতিষ্ঠানের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২০ হাজার ৭৯৭ কোটি ৯ লাখ টাকা। এটি ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত হিসাব। আজ রোববার সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ তথ্য জানান।
সংসদে সরকারি দলের সদস্য আবদুর রউফের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আরো বলেন, সরকারি ব্যাংকগুলোতে বিভিন্ন খাতে মোট ৪২৪ কোটি ৬৬ লাখ টাকা খেলাপি বা শ্রেণীকৃত ঋণ আদায় করা হয়েছে।
সংসদ সদস্য মনোয়ারা বেগমের এক প্রশ্নের জবাবে আবুল মাল আবদুল মুহিত বলেন, শ্রেণীকৃত ঋণ আদায় ব্যাংকগুলো নিজস্ব নীতিমালা এবং অর্থঋণ আদালত আইন, ২০০৩-এর আওতায় অর্থঋণ আদালতে মামলা দায়েরের মাধ্যমে আদায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিষয়টি বাংলাদেশ ব্যাংক দেখাশোনা করছে।
সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামালের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ২০১৪ সালের ৩০ জুন বাংলাদেশ সরকারের বৈদেশিক ঋণের স্থিতির পরিমাণ প্রায় এক লাখ ৮৯ হাজার ৫৪২ কোটি ৮০ লাখ টাকা।
২০১৩-১৪ অর্থবছরে বাংলাদেশ বৈদেশিক ঋণের সুদ বাবদ প্রায় এক হাজার ৫৭৪ কোটি ২৭ লাখ টাকা পরিশোধ করেছে। আর এ সময়ে ঋণের আসল বাবদ আট হাজার ৪৭৬ কোটি ৭০ লাখ টাকা পরিশোধ করা হয়েছে বলে সংসদে অর্থমন্ত্রী জানিয়েছেন।