রোমাঞ্চকর ম্যাচে বার্সেলোনার জয়
প্রথমার্ধ ছিল ১-১ গোলের সমতা। বিরতির পর ৫১ থেকে ৫৫—এই পাঁচ মিনিট একটা ঝড় যেন বয়ে গেল বার্সেলোনার ন্যু ক্যাম্প স্টেডিয়ামে। পাঁচ মিনিটে হয়েছে তিন গোল। ক্ষণিকের এই ঝড়ই নির্ধারণ করে দিল ম্যাচের ভাগ্য। রোববার রাতে ভিলারিয়ালের বিপক্ষে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ল বার্সেলোনা।
অবশ্য ঘরের মাঠে প্রথমে পিছিয়ে পড়ে বার্সেলোনা। ৩০ মিনিটে বার্সার জালে বল জড়িয়েছিলেন ভিলারিয়ালের রাশিয়ান ফরোয়ার্ড ডেনিস চেরিশেভ। বিরতির ঠিক আগে এই গোল শোধ করে বার্সাকে খেলার সমতা ফেরান নেইমার। ডি বক্সের মধ্যে লিওনেল মেসির শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দিয়েছিলেন ভিলারিয়ালের গোলরক্ষক সার্জিও অ্যাসেঞ্জো। কিন্তু ফিরতি বলটাই কাঙ্ক্ষিত লক্ষ্যে পাঠিয়ে দেন নেইমার।
দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পাঁচ মিনিট পর থেকে একের পর এক রোমাঞ্চে শিহরিত হয় ন্যু ক্যাম্প স্টেডিয়াম। ৫১ মিনিটে ভিলারিয়ালকে আবার এগিয়ে দেন আর্জেন্টাইন স্ট্রাইকার লুসিয়ানো ভিয়েত্তো। দুই মিনিট পরেই রাফিনহার গোলে খেলায় ২-২-এ সমতা আনে বার্সেলোনা।
৫৫ মিনিটে কাতালানদের পক্ষে জয়সূচক গোলটি আসে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির পা থেকে। ডি বক্সের বাইরে থেকে চমৎকার শটে ভিলারিয়ালের জালে বল জড়িয়ে দেন এ সময়ের অন্যতম সেরা এই ফুটবলার।
এই জয়ের সুবাদে ২১ ম্যাচ শেষে ৫০ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। তৃতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের সংগ্রহ ৪৭ পয়েন্ট। দুই দলের চেয়েই এক ম্যাচ কম খেলে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ।