এবার ফাইনালে চোখ মামুনুলের
প্রথমে লক্ষ্য ছিল শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালে খেলা। সেই আশা পূর্ণতা পাওয়ায় স্বপ্নের পরিধিটা আরো বড় হয়েছে মামুনুল ইসলামের। এবার সেমিফাইনালেও জয় দিয়ে ফাইনালে খেলার স্বপ্নে বিভোর বাংলাদেশ অধিনায়ক। সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে ১-০ গোলের জয়ের পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এই আশার কথা শোনালেন তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে পারফরম্যান্স আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ দলের। এখন তাই ফাইনালে খেলাটা অসম্ভব নয় বলেই মনে করছেন বাংলাদেশ অধিনায়ক, ‘এ দিন শ্রীলঙ্কার বিপক্ষে খেলোয়াড়রা যেমন উজ্জীবিত ছিল, সেমিফাইনালে সে ধারাবাহিকতা বজায় রাখতে পারলে সেমিতে জেতা অসম্ভব কিছু নয়। আমার বিশ্বাস খেলোয়াড়রা দেশের জন্য এবং দেশের ফুটবলের জন্য শেষ চারের খেলায় নিজেদের উজাড় করে দেবে। তাহলেই সম্ভব হবে ফাইনালে ওঠা।’
বঙ্গবন্ধু গোল্ডকাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে হেরে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন বাংলাদেশের ফুটবলাররা। শ্রীলঙ্কার বিপক্ষে সোমবারের এই জয় দিয়ে যেন তারই জবাব দিলেন মানুনুলরা। তিনি বলেছেন, ‘আগের ম্যাচে হারের পর আমাদের মন খারাপ ছিল ঠিক, কিন্তু একটা জেদ ছিল যে করেই হোক জিতেই হবে। জিতে আমরা প্রমাণ করেছি, আমাদের পক্ষেও কিছু করা সম্ভব।’
আগের দিন মামনুল ও এমিলি ঘোষণা দিয়েছিলেন, এই ম্যাচে হারলে তাঁরা খেলাই ছেড়ে দেবেন। আজ জয়ের পর মামুনুল বলেন, খেলোয়াড়রা আমার আর এমিলির জন্য খেলেছে এবং দেশের জন্য খেলেছে, তাই জয় ছিনিয়ে আনতে সক্ষম হয়েছে।’