খেলোয়াড়দের প্রশংসায় পঞ্চমুখ ক্রুইফ
মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশ আর শ্রীলঙ্কার বিপক্ষে আজ সোমবারের বাংলাদেশ যেন একেবারেই আলাদা। পুরো ম্যাচে অসাধারণ ফুটবল খেলে ১-০ গোলে জিতেছেন মামুনুলরা। বাংলাদেশ দলের ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ তাই শুধু দলের জয়েই নয়, খেলোয়াড়দের পারফর্যান্সেও দারুণ খুশি।তাই এ দিন তিনি ছিলেন শিষ্যদের প্রশংসায় পঞ্চমুখ।
সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শেষে এক সংবাদ সম্মেলনে ক্রুইফ বলেন, ‘খেলোয়াড়রা দেশের জন্য খেলেছে। নিজেদের সাধ্যের সেরাটা দিয়েছে বলেই এই জয় তুলে নিতে সক্ষম হয়েছে। সত্যিই তাদের এই পারফরম্যান্স প্রশংসা করার মতো। আশা করি এই ধারাবাহিকতা পরের ম্যাচেও বজায় থাকবে।’
শ্রীলঙ্কার বিপক্ষে শিষ্যদের আত্মবিশ্বাসী মনোভাবেরও প্রশংসা করেছেন ক্রুইফ, ‘একটা ম্যাচ জেতার জন্য আত্মবিশ্বাস খুবই জরুরি। এ দিন খেলোয়াড়দের মধ্যে তা ছিল বলেই ভালো খেলেছে এবং ম্যাচটা সহজে জিতেছে।’
শ্রীলঙ্কার চেয়ে মালয়েশিয়া যে অনেক কঠিন প্রতিপক্ষ ছিল সেটাও অবশ্য স্বীকার করেছেন বাংলাদেশের এই ডাচ কোচ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শ্রীলঙ্কার চেয়ে মালয়েশিয়া অনেক বেশি শক্তিশালী দল। সে ম্যাচে আমার দলের খেলোয়াড়রা প্রথম ২০-২৫ মিনিট কিছুটা নার্ভাস ছিল। তবে আজ তারা শুরু থেকেই দারুণ উজ্জীবিত ছিল। শেষ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণও ধরে রেখেছে তারা।’
৬৭ মিনিটে বাজে একেটা ফাউল করে পেনাল্টির ফাঁদে পড়ার জন্য অবশ্য গোলরক্ষক শহীদুল আলম সোহেলকে মৃদু তীরষ্কার করেছেন ক্রুইফ। তবে শেষপর্যন্ত পেনাল্টিটা ঠেকিয়ে দেওয়ার জন্য সোহেলকে ধন্যবাদ জানাতেও ভোলেননি তিনি, ‘ সোহেল যেভাবে এগিয়ে এসে প্রতিপক্ষ খেলোয়াড়কে ফাউল করেছে, তা একেবারেই ঠিক হয়নি। এই পেনাল্টির জন্য সে-ই পুরোপুরি দায়ী। তবে সে ধন্যবাদ পেতেই পারে পেনাল্টিটি রুখে দেওয়ার জন্য। এ কারণেই শেষপর্যন্ত ম্যাচটি জেতা সম্ভব হয়েছে।’