এমিলিকে সেরা বললেন শ্রীলঙ্কার কোচ
ম্যাচে গোল করেছেন মিডফিল্ডার হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস। অধিনায়ক মামুনুল ইসলাম ও ফরোয়ার্ড জাহিদ হোসেনও দেখিয়েছেন নজরকাড়া পারফরম্যান্স। অথচ ১-০ গোলে হারের পর বাংলাদেশের সেরা খেলোয়াড় হিসেবে জাহিদ হাসান এমিলিকে বেছে নিয়েছেন শ্রীলঙ্কার সার্বিয়ান কোচ নিকোলা কাভাজোভিচ।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কান কোচ বলেন, ‘এমিলি আমাদের পুরো রক্ষণভাগকে তটস্থ করে রেখেছে। আমাদের প্রত্যেক ডিফেন্ডারকে সে কৌশলে ব্যস্ত রেখেছে বলেই অন্যরা সুযোগগুলো তৈরি করতে পেরেছে। যে কারণে আমার দৃষ্টিতে এই ম্যাচের সেরা খেলোয়াড় এমিলি।
সোমবারের ম্যাচে বাংলাদেশ যে সবদিক থেকেই এগিয়ে ছিল সেটাও স্বীকার করেছেন কাভাজোভিচ, ‘যোগ্য দল হিসেবেই বাংলাদেশ ম্যাচ জিতেছে। তারা সবদিক থেকেই এগিয়ে ছিল বলেই ম্যাচে প্রাধান্য দেখিয়েছে।’
চোটের কারণে শ্রীলঙ্কার কয়েকজন প্রধান খেলোয়াড়ের অনুপস্থিতিও এই হারের অন্যতম কারণ বলে মনে করেন এই সার্বিয়ান কোচ, ‘চোটের কারণে সেরা একাদশে আমাদের কয়েকজন ভালো খেলোয়াড় ছিল না। তারা থাকলে দলের শক্তি আরেকটু বেড়ে যেত। তাদের এই না থাকাটা আমাদের হারের অন্যতম একটি কারণ।’
বঙ্গবন্ধু গোল্ডকাপে টানা দুই ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো শ্রীলঙ্কাকে।