হাতে হাত রেখে শান্তিপূর্ণ পরিবেশের দাবি ব্যবসায়ীদের
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা অবরোধ ও হরতালে আর্থিক ক্ষতির শিকার ব্যবসায়ীরা দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও সমাবেশ করেছেন। কর্মসূচি থেকে তাঁরা ব্যবসার শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টির পাশাপাশি তাঁদের জানমালের নিরাপত্তার দাবি জানান।
আজ সোমবার দুপুরে দেশের বিভিন্ন রাজপথে দাঁড়িয়ে ব্যবসায়ীরা সহিংস রাজনীতি বন্ধ করে চলমান সমস্যা সমাধানের জন্যও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর :
এ কে এম মঈনুল হক, রংপুর : আর্থিক ক্ষতি, নিরাপত্তাহীনতা ও নাশকতার প্রতিবাদে রংপুর নগরীতে জেলা ও মহানগর দোকান মালিক সমিতি মানববন্ধন ও সমাবেশ করেছে। রংপুরের সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু এ কর্মসূচিতে একাত্মতা পোষণ করেন।
দুপুরে নগরীর জাহাজ কোম্পানি মোড়, প্রেসক্লাব চত্বর ও স্টেশন রোডে ব্যবসায়ীরা হাতে হাত রেখে দেশের পরিস্থিতি স্বাভাবিক করার জন্য দুই নেত্রীর প্রতি আবেদন জানান।
সমাবেশে বক্তব্য দেন মহানগর দোকান মালিক সমিতির আহ্বায়ক রেজাউল ইসলাম মিলন, যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ।
শফিক জামান, জামালপুর : সহিংস রাজনীতি পরিহার করে শান্তিপূর্ণ ব্যবসার পরিবেশের দাবিতে জামালপুর জেলা দোকান মালিক সমিতি দুপুরে শহরের দয়াময়ী মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে।
কর্মসূচিতে দোকান মালিক সমিতির সভাপতি আলহাজ মিজানুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আলহাজ মতিয়ার রহমান বক্তব্য দেন। তাঁরা বলেন, সহিংস রাজনীতির কারণে ব্যবসায়ীরা আজ সর্বস্বান্ত হতে বসেছেন। ক্ষুদ্র দোকানদারদের রক্ষায় অবিলম্বে ব্যবসার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান তাঁরা।
মো. জালাল উদ্দিন, কুমিল্লা : ‘সুস্থ রাজনীতি করুন, দোকান মালিকদের ব্যবসা করার সুযোগ দিন’ এই আবেদন জানিয়ে কুমিল্লা দোকান মালিক সমিতি ফেডারেশন নগরীর চকবাজারে থেকে শাসনগাছা পর্যন্ত বিভিন্ন পয়েন্টে মানববন্ধন করেছে। এতে বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা অংশ নেন।
মারুফ আহমেদ, কিশোরগঞ্জ : চলমান সহিংসতা বন্ধ ও ব্যবসার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবিতে কিশোরগঞ্জে ব্যবসায়ীরা মানববন্ধন করেছেন।
বাংলাদেশ দোকান মালিক সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে দুপুরে শহরের গৌরাঙ্গ বাজার এলাকায় এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠনের জেলা সভাপতি তাজুল ইসলামসহ অন্য নেতারা। ব্যবসায়ীরা সহিংসতা অবসানের দাবি সংবলিত ব্যানার-ফেস্টুন নিয়ে কর্মসূচিতে অংশ নেন।