হামিদ ফেব্রিকস ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত
শেয়ারবাজারে নতুন তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি হামিদ ফেব্রিকস ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। কোম্পানিটি ২০১৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে দেওয়ায় এর ক্যাটাগরি স্থানান্তর করা হয়েছে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
২০১৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে দিয়েছে। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, এই হিসাব বছরে কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২৭ কোটি ২৫ লাখ ৯০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) পাঁচ টাকা ৫৮ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ৪৬ টাকা ৭৮ পয়সা।
বর্তমানে কোম্পানিটির অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ৮৬ কোটি ৭২ লাখ টাকা। রিজার্ভের পরিমাণ ১৪৯ কোটি ৩৯ লাখ টাকা। গত এক মাসের মধ্যে এর সর্বনিম্ন দাম ২৬ টাকা ৮০ পয়সা ও সর্বোচ্চ ৫৬ টাকা ১০ পয়সা।