হরতালে আবার পেছাল এসএসসি পরীক্ষা
চলমান অবরোধের মধ্যেই বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের নতুন করে ডাকা ৩৬ ঘণ্টা হরতালের কারণে এসএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী বুধবারের পরীক্ষা পিছিয়ে শনিবার করা হয়েছে। তবে শুক্রবারের পরীক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।
আজ মঙ্গলবার বিকেল সোয়া ৪টার দিকে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, আগামীকাল বুধবার যে পরীক্ষা হওয়ার কথা ছিল তা অনুষ্ঠিত হবে শনিবার সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত । এ ছাড়া ২ ফেব্রুয়ারি সোমবার যে পরীক্ষা হওয়ার কথা ছিল তা হবে শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। সূচিতে থাকা বাকি পরীক্ষাগুলোর ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি।
এর আগে ২ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও হরতালের কারণে তা পিছিয়ে দেওয়া হয়। ১ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করে এসএসসি পরীক্ষা পেছানোর ঘোষণা দিয়েছিলেন শিক্ষামন্ত্রী। পরিবর্তিত সূচি অনুযায়ী আগামী কাল বুধবার পরীক্ষা শুরু হওয়া কথা ছিল।
ওই সময় শিক্ষামন্ত্রী বলেছিলেন, হরতালের কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবরোধের কারণে পরীক্ষা স্থগিত বা পেছানোর ভাবনা নেই।
নুরুল ইসলাম নাহিদ আরো বলেছিলেন, ‘হরতাল-অবরোধে শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে, এ জন্য জাতিকে ৩০ বছর ভুগতে হবে। আমরা এই পরীক্ষার কথা বিবেচনা করে রাজনৈতিক দলগুলোর কাছে করজোড়ে বারবার অনুরোধ করেছি, আবেদন করেছি। কিন্তু আমরা হতাশ হয়েছি। আমাদের অনুরোধে কেউ সাড়া দেয়নি।’