আপিলে জামিন পেলেও মুক্তি পাবেন না খালেদা জিয়া
আপিল বিভাগে জামিন পেলেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তি পাবেন না বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। তিনি বলেন, কুমিল্লায় খালেদা জিয়ার বিরুদ্ধে আরো একটি মামলা রয়েছে। ওই মামলায়ও তাকে জামিন পেতে হবে।
আজ শনিবার রাজধানীর সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আয়োজিত বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
গত ১২ মার্চ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে হাইকোর্ট একটি ডিভিশন বেঞ্চ ৪ মাসের জামিন দেন। সরকার দুর্নীতি দমন কমিশন (দুদক) ও রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ আগামীকাল রোববার পর্যন্ত এ জামিনের আদেশ স্থগিত করেন। রাষ্ট্রপক্ষ এরই মধ্যে এ আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) দায়ের করেছে। খালেদা জিয়ার পক্ষে আপিল বিভাগের স্থগিতাদেশ প্রত্যাহারের আবেদন করা হয়েছে। আগামীকাল উভয় পক্ষের আবেদনের ওপর শুনানির দিন ধার্য্য রয়েছে।
আইনমন্ত্রী আরো বলেন, খালেদা জিয়ার জামিন পাওয়া না পাওয়ার বিষয়ে সরকারের কোনো হাত নেই। আদালত এখন সম্পূর্ণ স্বাধীন। আদালতের কোনো আদেশের ওপর সরকারের কোনো ধরনের হস্তক্ষেপ নেই।
বিজ্ঞান মেলার উদ্বোধন করে আইনমন্ত্রী বলেন, ‘বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন ছাড়া কোনো দেশের উন্নয়ন কল্পনাই করা যায় না। আর্থ-সামাজিক প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায় আমাদের সমাজের একটি বিরাট অংশ এখনো অজ্ঞানতা, কুসংস্কার ও পশ্চাদপদ চিন্তা-চেতনায় আচ্ছন্ন। পশ্চাদপদ চিন্তা-চেতনার এসব মানুষকে বাদ দিয়ে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। কাঙ্ক্ষিত উন্নয়ন করতে হলে আধুনিক চিন্তা-চেতনার উন্মেষ ঘটাতে হবে। সবাইকে কর্মক্ষম করে গড়ে তুলতে হবে।’
বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে আইনমন্ত্রী বলেন, ‘তোমরাই একদিন এ দেশটিকে একটি প্রযুক্তি-নির্ভর, আধুনিক ও উন্নত দেশ হিসেবে গড়ে তুলবে। তোমাদের মধ্যে এত মেধা রয়েছে, এত জ্ঞান রয়েছে, এত প্রজ্ঞা রয়েছে যে, কোনো অপশক্তি চাইলেও আর আমাদের দেশটাকে পেছনে টেনে নিয়ে যেতে পারবে না। তোমরা স্বপ্ন দেখ, সে স্বপ্ন বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের। এখানে এসে আমার উপলব্ধি হয়েছে, এ দেশ একদিন বদলাবেই, উন্নয়নের যে মহাসড়কে দেশ এগিয়ে চলছে তা একদিন তার গন্ত্যব্যে পৌঁছাবেই।’
আইনমন্ত্রী বলেন, ‘বর্তমান তথ্যপ্রযুক্তির এই যুগে বিজ্ঞান শিক্ষার কোনো বিকল্প নেই। আমাদের মনে রাখতে হবে বিজ্ঞান শিক্ষা ও চর্চার জন্য বিজ্ঞান মেলা খুবই জরুরি। কারণ বিজ্ঞান ও প্রযুক্তির প্রদর্শনী সংস্কারমুক্ত সৃষ্টি বয়ে আনে। বিজ্ঞান মেলা খুদে শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক হয়ে গড়ে উঠতে সাহায্য করে। বিজ্ঞান মেলার আয়োজন শুধু সৃষ্টিশীল নয় এ প্রজন্মের গবেষকদের তুলে নিয়ে আসে। মন ও মেধা অনুসন্ধানী হওয়ার সঙ্গে নতুনদের মনের সুপ্ত প্রতিভা জাগরণে বিজ্ঞান প্রদর্শনী সাফল্যময় দিক। তাই ক্ষুদ্র শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান শিক্ষার আগ্রহ সৃষ্টি করতে প্রত্যেক স্কুল ও কলেজে বিজ্ঞান মেলার আয়োজন করতে হবে।’