নির্বাচনের আগে সংসদ ভেঙে দেওয়ার দাবি ফখরুলের
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বর্তমান সংসদ ভেঙে দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্বাধীনতা শোভাযাত্রা উদ্বোধনী অনুষ্ঠানে তিনি দাবি জানান।
বিএনপি মহাসচিব বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকার গঠন করতে হবে। সংসদ ভেঙে দিয়ে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে।
মির্জা ফখরুল বলেন, সত্যিকার অর্থে একটি নিরপেক্ষ সরকারের অধীনে সব দলের অংশ গ্রহণে নির্বাচন দিতে হবে। যার মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে।
বিএনপি নেতা বলেন, ‘আমরা স্বাধীনতার যুদ্ধ করেছিলাম গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। আজ মানুষের সব অধিকার কেড়ে নিয়ে রাষ্ট্রের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে। ক্ষমতায় টিকে থাকতে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করবার ষড়যন্ত্র করছে সরকার।’
ফখরুল বলেন, ‘আমরা যারা গণতন্ত্রে, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিশ্বাস করি তাদের শপথ নিতে হবে খালেদা জিয়াকে মুক্ত করার ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে তারেক রহমানকে নির্বাসন থেকে ফিরিয়ে আনার।’
এরপর বেলা ২টায় নয়াপল্টনের কার্যালয় থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির শোভাযাত্রা শুরু হয়। বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী এ শোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রাটি নয়াপল্টন, নাইটিংগেল মোড়, কাকরাইল, শান্তিনগর, মালিবাগ হয়ে আবার নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।