মালয়েশিয়ান ওপেনে সিদ্দিকুরের বাজে সূচনা
মালয়েশিয়ান ওপেন গলফ টুর্নামেন্টে শুরুটা ভালো হয়নি সিদ্দিকুর রহমানের। বৃহস্পতিবার প্রথম রাউন্ডের খেলা শেষে ১২১তম স্থানে আছেন বাংলাদেশের সেরা গলফার।
কুয়ালালামপুর গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে পারের চেয়ে পাঁচ শট বেশি খেলে প্রথম রাউন্ড শেষ করেন সিদ্দিকুর।
প্রথম রাউন্ড শেষে যৌথভাবে শীর্ষে আছেন ইংল্যান্ডের লি ওয়েস্টউড ও গ্রেইম ম্যাকডাওয়েল। দুজনেই পারের চেয়ে ছয় শট কম খেলেছেন।
গত মাসে বিয়ে করার পর এটাই সিদ্দিকুরের প্রথম টুর্নামেন্ট। গত বছর চোট সমস্যা ভীষণ ভুগিয়েছিল এশিয়ান ট্যুরের দুটি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া সিদ্দিকুরকে।