সিপিএলে সাকিবের দর ৫০ হাজার ডলার
গত বছর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলতে যাওয়া নিয়ে কী হ্যাপাতেই না পড়েছিলেন সাকিব আল হাসান! অনাপত্তিপত্র না নিয়ে দেশ ছাড়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তোপের মুখে পড়তে হয়েছিল বিশ্বসেরা অলরাউন্ডারকে। খেলতে পারেননি সেবারের সিপিএলে। তবে এ বছর ওয়েস্ট ইন্ডিজের এই ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে দেখা যাবে সাকিবকে। ৫০ হাজার ডলারের বিনিময়ে তাঁকে দলে নিয়েছে সেইন্ট লুসিয়া জুকস।
২০১৩ সালে সিপিএলের প্রথম আসরেই আলো ছড়িয়েছিলেন এ মুহূর্তে তিন ফরম্যাটের ক্রিকেটেই অলরাউন্ডারদের র্যাংকিংয়ে শীর্ষে থাকা সাকিব। সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকায় তাঁর নাম ছিল দ্বিতীয় স্থানে। বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে আট ম্যাচ খেলে নিয়েছিলেন ১১টি উইকেট। এক ম্যাচে বাঁহাতি স্পিনের ‘জাদু’তে মাত্র ছয় রানের বিনিময়ে তাঁর ‘শিকার’ ছিল ছয় উইকেট। সিপিএলে এখনো সেটাই সেরা বোলিং পারফরম্যান্স। আর টি-টোয়েন্টির ইতিহাসে দ্বিতীয় সেরা বোলিং।
এবারের সিপিএলে সেইন্ট লুসিয়াতে সাকিব সতীর্থ হিসেবে পাচ্ছেন কেভিন পিটারসেন, ড্যারেন স্যামি, রস টেলর, কেমার রোচ, ফিদেল এডওয়ার্ডসের মতো তারকাদের।
আগামী ২১ জুন থেকে শুরু হবে সিপিএলের তৃতীয় আসর।