এক গানে চারজন
৬ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে অনিমেষ আইচ পরিচালিত ‘জিরো ডিগ্রী’ ছবিটি। ছবি মুক্তির পর ন্যান্সি ও সন্ধির গাওয়া ‘কিছু কথা চেনা চেনা, কিছু গান শোনা শোনা’ গানটি পছন্দ করতে শুরু করেছেন দর্শক ও শ্রোতারা। মজার ব্যাপার হলো এই গানটিতে ন্যান্সি, সন্ধি ছাড়াও জয়া ও রাব্বী কণ্ঠ দিয়েছেন।
গানটি নিয়ে এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেছেন ন্যান্সি ও সন্ধি। গানে কবি জীবনানন্দ দাশের ‘তোমায় আমি দেখেছিলাম বলে তুমি আমার পদ্ম পাতা হলে..’ কবিতাটিও রাখা হয়েছে।
কেন গানের সঙ্গে কবিতা? গানের সুরকার সন্ধি বলেন, ‘আমাকে অনিমেষ দাদা বলেছিলেন কবিতাটি রেখে গান করতে। অনিমেষ দাদা গানটি করার জন্য আমাকে যথেষ্ট স্বাধীনতা দিয়েছিলেন। গানের কথাগুলো আমি নিজেই লিখেছিলাম। তারপর গানটির ডেমো তৈরি করে অনিমেষ দাদাকে শোনাই। অনিমেষ দাদা গানের ডেমো শুনেই অনেক পছন্দ করেছিলেন। গানটির ডেমো তৈরি করতে আমার তিনদিন সময় লেগেছিল। গানটি নিয়ে আমি অনেক আশাবাদী।’
ন্যান্সি বলেন, ‘খুব ভালো একটি গান হয়েছে। সন্ধি অনেক সুন্দর করে গানটি তৈরি করেছে। গানে কবিতা থাকায় একটু ভিন্ন মাত্রা যোগ হয়েছে। গানটি ছিল কথানির্ভর, উচ্চ স্বর ছিল না। আমি ইউটিউবে গানটি দেখেছি। আমার অনেক ভালো লেগেছে। অনিমেষ আইচ দুর্দান্ত পরিচালক।’
অভিনেতা মীর রাব্বী বলেন, ‘গানে আবৃত্তির কণ্ঠ দেওয়ার একটি ভালো অভিজ্ঞতা হয়েছে। ছোটবেলা থেকেই আমি আবৃত্তির সঙ্গে যুক্ত ছিলাম। ছবিতে অভিনয়ের পাশাপাশি আবৃত্তি করতে পেরে আমার অনেক ভালো লেগেছে। অনিমেষ দাদা বলেছিলেন আবৃত্তি যেন কথোপকথনের মতো হয়। আমি সেভাবেই চেষ্টা করেছিলাম। গানটি আমার অনেক পছন্দ হয়েছে। আমার বিশ্বাস সবাই গানটি অনেক পছন্দ করবে।’
অভিনেত্রী জয়া আহসান বলেন, ‘এই গানে আমার কণ্ঠটি ব্যবহার করেছেন শব্দ নির্দেশক রতন পাল। ছবির প্রতিটি শব্দের ব্যবহার তিনি অনেক যত্ন নিয়ে করেছেন। কোথাও সিংহের গর্জনের শব্দ ব্যবহার করেছেন আবার কোথাও হাসির। কাজটি করে আমার অনেক ভালো লেগেছে।’