আলিয়া ভাটের প্রথম গাড়ি!
নিজের পয়সায় প্রথম গাড়ি! এই তো সেদিন ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ দিয়ে বলিউডে এলেন ভাটকন্যা আলিয়া! মাত্র দুই বছরের মাথায় কিনে ফেললেন নিজের গাড়ি। তাও আবার যে সে গাড়ি নয়, কালো রঙের আলিশান আউডি।
এই খবর কি আর চেপে রাখে কেউ! ঢাকঢোল পিটিয়ে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন আলিয়া। লিখেছেন, ‘এই আমার প্রথম গাড়ি। ওওওওওহুউউউউ!’ আউডি!!
২১ বছর বয়সী আলিয়া গত বছর ‘টু স্টেটস’, ‘হামটি শর্মা কি দুলহানিয়া’ এবং ‘হাইওয়ে’ ছবি দিয়ে মাত করেছেন বলিউড। প্রতিটি ছবিই ব্যবসাসফল। ‘হাইওয়ে’র জন্য ফিল্মফেয়ারে সমালোচকদের ভোটে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি।
করন জোহরের রোমান্টিক চলচ্চিত্র ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ (২০১২) দিয়ে রুপালি জগতে পা রাখেন মহেশ ভাটের মেয়ে আলিয়া ভাট। প্রথম ছবিতেই দর্শকের নজর কাড়েন তিনি। তবে অভিনেত্রী হিসেবে প্রশংসা পান ইমতিয়াজ আলির ওই ‘হাইওয়ে’ (২০১৪) চলচ্চিত্রের জন্যই।
এ রকম একটা বছর শেষ করার পর নতুন বছরে নিজের গাড়িতে করেই শুরু হবে আলিয়ার স্টুডিওযাত্রা।