‘উনাকে কি ভারত দায়িত্ব দিয়েছে এ কথা বলার?’
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ভারত বলেছে তারা বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করবে না। কথাটার অর্থ কী? কেউ কি বলেছে যে ভারত বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করবে? উনাকে (ওবায়দুল কাদের) কি ভারত দায়িত্ব দিয়েছে এ কথাটা বলার?’
আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত আলোচনাসভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। সম্মিলিত বৌদ্ধ নাগরিক ওই সমাবেশের আয়োজন করে।
ভারত সফর থেকে ফিরে আসা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করেছেন মির্জা ফখরুল। ভারতের হয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কথা বলছেন এবং তা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘ভারত বলেছে তারা বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করবে না। কথাটার অর্থ কী? কেউ কি বলেছে যে ভারত বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করবে? উনাকে কি ভারত দায়িত্ব দিয়েছে এ কথাটা বলার? এটা আমরা এখন পর্যন্ত বুঝতে পারিনি। আমার কাছে মনে হয়েছে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটা বড় সমস্যা সৃষ্টি করলেন তিনি। কারণ ভারতের পক্ষে কথা বলার অধিকার তো তাঁকে কেউ দেয়নি। তিনি এটা বলেছেন যা গোটা বাংলাদেশের মানুষের মধ্যে অনেক প্রশ্নের উদ্বেগ করে দিচ্ছে।’
এদিকে অন্য এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘সরকার তারেক রহমানকে দেশে ফেরাতে পারবেন না; জনগণ যখন চাইবে তখন দেশে ফিরবেন তারেক রহমান।’
শ্রমিক নেতা মরহুম আবুল কাশেম চৌধুরীর স্মরণে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত শোক সভায় এসব কথা বলেন খন্দকার মোশাররফ হোসেন।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘বলা হয়েছে তারেক রহমানকে যেকোনো মূল্যে বাংলাদেশে নেওয়া হবে। আমি এখান থেকে বলতে চাই আপনি প্রধানমন্ত্রী; যত মূল্য, যত ধমক, যত কিছুই দেন না কেন বাংলাদেশে অনেক কিছু দিয়ে পার হয়ে গেছেন কিন্তু ব্রিটিশ আইনে এটা সম্ভব না।’