আম আদমিকে অভিনন্দন বলিউডের
বড়পর্দার তারকারাও দিনশেষে মানুষ। আর দিনশেষে দেশের রাজনৈতিক হালচাল নিয়ে মাথা তাঁরাও ঘামান বটে! ভারতের সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের খবরে জানা গেল, আম আদমির জয়ে সাধুবাদ জানিয়েছেন বলিউডের ‘ভিআইপি’ আদমিরাও! দিল্লির মসনদে বসার বাজিতে সবাইকে টেক্কা দিয়ে কেজরিওয়ালের নায়কোচিত জয় জনতার আশা-আকাঙ্ক্ষা পূরণের পথে পাথেয় হয়ে উঠবে বলে আশা প্রকাশ করছেন তাঁরা।
সুরকার বিশাল দাদলানি তো সরাসরি আম আদমির পাঁড়-সমর্থক। পছন্দের দলকে ব্যালটযুদ্ধে এমন সমর্থন জোগানোয় সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তিনি, ‘জয় হিন্দ। দিল্লি যাচ্ছি, ফ্লাইটে চড়েছি। আগে ওখানে যাদের সাথে দেখা হয়েছে, তাদের সবাইকে ধন্যবাদ। কী দুর্দান্ত এক সকাল!’
বিশালের মতো পরিচালক অনুভব সিনহাও আম আদমির আরেক সমর্থক। দিল্লিতে আম আদমির বিজয়োৎসবে শামিল হয়েছেন তিনিও। জানান দিয়েছেন সামাজিক মাধ্যমে, ‘অবশেষে! আমিও এখন উৎসবে। গর্বিত!’ আরেক নামজাদা পরিচালক প্রীতিশ নন্দী টুইট করেছেন, ‘ভারতের ইতিহাসে ভোটের লড়াইয়ে বৃহত্তম জয় পেল আম আদমি পার্টি।’
এ বিজয়কে তারুণ্যময় ভারতের অর্জন হিসেবে দেখেন বিখ্যাত পরিচালক শেখর কাপুর, ‘তরুণ ভারতীয় ভোটাররা রাষ্ট্রের প্রতি একদম সাফসুতরো বার্তা পাঠিয়ে দিয়েছে যে, আমাদের সাথে ঝামেলা করে টিকতে পারবেন না। এ দেশ আমাদের। এই আমাদের ভবিষ্যৎ। স্থানীয় আর জাতীয় ইস্যু নিয়ে এই তরুণ ভোটারদের ধ্যান-ধারণা অনেক পরিষ্কার।’ একই সঙ্গে কেজরিওয়ালকে উদ্দেশ করে তিনি বলেন, ‘প্রিয় অরবিন্দ কেজরিওয়াল, (আপনার ওপর) আস্থা রেখে যে দায়িত্ব আপনার কাঁধে ভোটাররা তুলে দিয়েছেন, তাকে সত্য প্রমাণ করার এখনই সময়।’
‘ভাগ মিলখা ভাগ’ খ্যাত অভিনেতা ও পরিচালক ফারহান আখতারও অভিনন্দনের তালিকা লম্বা করেছেন, ‘দিল্লির মানুষ মহানন্দে বলছে, ‘পেহলে আপ (আম আদমি পার্টি)! অরবিন্দ কেজরিওয়াল ও তাঁর দলকে অভিনন্দন। এখন সময় মানুষের আশা আর আস্থাকে উজ্জীবিত করার।’
আম আদমির সমালোচকদের উদ্দেশে কড়া এক টিপ্পনী কেটেছেন বলিউডের গুণী পরিচালক রামগোপাল ভার্মা, ‘আম আদমি যাদের কাছে নেহাত একটা ঠাট্টা ছিল, তারা এখন টের পাচ্ছে যে ঠাট্টাটা শেষমেশ তাদের ওপরেই বর্তেছে। এ গল্পের মূলকথা, ঠাট্টার সাথে ঠাট্টা করো না; নতুবা ঠাট্টাই তোমার সাথে ঠাট্টা করে বসবে!’
অভিনেত্রী-প্রযোজক দিয়া মির্জা অভিনন্দন জানিয়েছেন তাঁর বন্ধু বিশালকে, সঙ্গে পুরো দিল্লির জনতাকে। ‘বন্ধু বিশাল, তুমি আর দিল্লির জনতা আজ আমাকে প্রমাণ করে দিলে, বিশ্বাস আর বাস্তবতা একে অন্যের হাত ধরে চলতে পারে’—আম আদমির বিজয়ে দিয়ার টুইট। সঙ্গে কেজরিওয়ালকে অভিনন্দন জানিয়ে যোগ করেন, ‘অভিনন্দন অরবিন্দ কেজরিওয়াল। যে সম্মান, মর্যাদা এবং আত্মনিবেদন করে আপনি এতদূর এসেছেন, তাকে সঙ্গী করে আরও সামনে এগিয়ে যান—এ কামনা করি।
টেলিভিশন অনুষ্ঠানের সঞ্চালক রঘু রাম আম আদমির প্রচারণা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি অবশ্য অভিনন্দন কিংবা তুষ্টির তোড়ে উচ্ছ্বসিত করছেন না দলকে, বরং তাঁর ভাষ্য খানিকটা সাবধানী বটে! লোকসভায় গত বছরে হতাশাব্যঞ্জক ফলের কারণে মানুষের হারিয়ে ফেলা ভরসাকে আবারও উদ্ধার করা দরকার বলে মনে করেন তিনি। সে জন্য এখন কাজ করতে চান অনেক মনোযোগ দিয়ে।