দেশের অবস্থা ভালো হলে প্রযোজনা : অপু বিশ্বাস
ঢালিউড কুইন অপু বিশ্বাস এনটিভি অনলাইনকে বলেছিলেন, খুব শিগগির প্রযোজনায় আসবেন তিনি। কিন্তু সিদ্ধান্ত বদল করেছেন জনপ্রিয় ঢালিউডের এই তারকা।
অপু বলেন, ‘আমি প্রযোজনা সত্যিই করতে চাই। হরতাল, অবরোধের কারণে দেশের অবস্থা এখন ভালো না। দেশের এই পরিস্থিতির জন্য আমরা শিল্পীরা নতুন ছবিতেও চুক্তিবদ্ধ হতে পারছি না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এই মুহূর্তে আর প্রযোজনা নয়। দেশের পরিস্থিতি স্বাভাবিক হলেই আমি প্রযোজনা শুরু করব।’
এর আগে অপু বিশ্বাসকে জিজ্ঞেস করা হয় কেন তিনি হঠাৎ প্রযোজনায় আসছেন? তিনি বলেন, ‘আমি এখন পর্যন্ত ৭০টির মতো ছবিতে কাজ করেছি। চলচ্চিত্রই আমার ধ্যানজ্ঞান। তাই এই অভিজ্ঞতাটা প্রযোজনার কাজে লাগাতে চাই।’
ঢালিউডের জনপ্রিয় এই অভিনেত্রী বর্তমানে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘মাই ডার্লিং’ ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করছেন।
ছবির শুটিং সম্পর্কে তিনি বলেন, ‘শুটিং ভালোই চলছে। এখন শুধু আমি এই ছবির কাজ করছি। মনতাজুর রহমান আকবর একজন গুণী পরিচালক। তাঁর সঙ্গে এর আগেও আমি অনেক কাজ করেছি। ছবিটিতে একটি নিটোল প্রেমের গল্প রয়েছে। এখানে আমি শাকিবের বিপরীতে কাজ করছি। ছবিটির নির্মাণকাজও অনেক ভালো হচ্ছে। আশা করছি, দর্শক ছবিটি ভালোভাবে গ্রহণ করবে।’