বাজারের ব্যাগে ৫৮ সোনার বার
যশোরের বেনাপোলের দুটি স্থান থেকে ছয় কেজি ৭৪০ গ্রাম ওজনের ৫৮টি সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোনার বারগুলো ভারতে পাচার করা হচ্ছিল বলে ধারণা করছে বিজিবি।
আজ শুক্রবার সকালে বেনাপোলের রঘুনাথপুরের ঘিবা সীমান্ত এবং বেনাপোল বাজারে অভিযান চালিয়ে এই সোনার বারগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক জানান, আজ সকালে বেনাপোল বাজার থেকে বাজারের একটি পরিত্যক্ত প্যাকেট উদ্ধার করা হয়। এতে তিন কেজি ৯৬০ গ্রাম ওজনের ৩৪টি সোনার বার পাওয়া যায়, যার মূল্য এক কোটি ৭০ লাখ ২৪ হাজার টাকা।
অন্যদিকে, বেনাপোলের ঘিবা সীমান্ত থেকে দুই কেজি ৭৪০ গ্রাম ওজনের ২৪টি সোনার বার জব্দ করা হয়, যার মূল্য এক কোটি ১৭ লাখ ৮২ হাজার টাকা। তবে এ সময় পাচারকারীরা পালিয়ে যায়।
এ ছাড়া গতকাল বৃহস্পতিবার রাতে রঘুনাথপুর সীমান্ত থেকে এক লাখ ডলারসহ দুজনকে আটক করা হয়।
এ তিনটি ঘটনায় বেনাপোল বন্দর থানায় পৃথক তিনটি মামলা করা হয়েছে।