বিশ্বকাপের আগেই ছিটকে পড়লেন আলভেস!
রাশিয়া বিশ্বকাপ মাঠে গড়াতে খুব বেশি সময় নেই। আগামী ১৪ জুন শুরু হবে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া যজ্ঞ। এখনো দল ঘোষণা করেনি কোনো দেশই। এরই মধ্যে বড় একটা ধাক্কা খেল সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। চোটের কারণে বিশ্বকাপের আগেই ছিটকে পড়েছেন দলটির অন্যতম নির্ভরযোগ্য ডিফেন্ডার দানি আলভেস।
সম্প্রতি ফরাসি কাপের ফাইনালে ডান হাঁটুতে চোট পান আলভেস। গতকাল শুক্রবার জানা গেছে হতাশার খবরটি। ব্রাজিল ফুটবল ফেডারেশন জানিয়ে দিয়েছে, বিশ্বকাপে খেলার সম্ভাবনা নেই এই অভিজ্ঞা ডিফেন্ডারের।
ব্রাজিলের হয়ে আলভেস খেলেছেন একশর বেশি ম্যাচ। আর বিশ্বকাপ খেলেছেন দুটি, ২০১০ ও ২০১৪। তাঁর না থাকাটা ব্রাজিলের জন্য বড় ক্ষতিই বটে।
ক্লাব ফুটবলে আলভেসের ক্যারিয়ার খুবই সমৃদ্ধ। সফলতার সঙ্গে সেভিয়াতে ছয় বছর কাটিয়েছেন। সেখানে তিনি দুইবার উয়েফা কাপ এবং কোপা দেল রে জয়ের স্বাদ পান। ২০০৮ সালে তিন কোটি ২৫ লাখ ইউরোতে তিনি বার্সেলোনায় যোগ দেন।বার্সেলোনায় যোগদানের প্রথম মৌসুমেই তিনি ক্লাবের হয়ে ট্রেবল জেতেন। ২০১৫-১৬ মৌসুমে তিনি বার্সেলোনার হয়ে দ্বিতীয়বারের মতো ট্রেবল জেতেন।
২০১৬ সালে আলভেস ইতালীয় ক্লাব জুভেন্টাসে যোগ দেন। জুভেন্টাস ছেড়ে গত বছর প্যারিস সেইন্ট জার্মেইনে (পিএসজি) যোগ দেন এই ব্রাজিলীয় তারকা।