থাইল্যান্ডে সিদ্দিকুরের কিছুটা উন্নতি
দেশের বাইরে বছরের প্রথম টুর্নামেন্ট ভালো কাটেনি। গত শুক্রবার ৭৫তম মালয়েশিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিতে হয়েছিল। তবে থাইল্যান্ড ক্লাসিক টুর্নামেন্টে কিছুটা উন্নতি হয়েছে সিদ্দিকুর রহমানের। প্রথম রাউন্ড শেষে বাংলাদেশের সেরা গলফারের অবস্থান ২০তম।
ব্ল্যাক মাউন্টেন গলফ ক্লাব মাঠে পারের চেয়ে তিন শট কম খেলে প্রথম রাউন্ড শেষ করেছেন সিদ্দিকুর।
প্রথম রাউন্ড শেষে শীর্ষে আছেন ইংল্যান্ডের মাইকেল হুই। পারের চেয়ে আট শট কম খেলেছেন তিনি।
বৃহস্পতিবার শুরু হওয়া চার রাউন্ডের এই প্রতিযোগিতা শেষ হবে রোববার। প্রতিযোগিতার মোট প্রাইজমানি দুই লাখ ডলার।