এবার থাইল্যান্ডে ব্যর্থ সিদ্দিকুর
মালয়েশিয়ান ওপেনের পর থাইল্যান্ড ক্লাসিক টুর্নামেন্টেও ব্যর্থ হয়েছেন সিদ্দিকুর রহমান। মালয়েশিয়ার মতো থাইল্যান্ডেও দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন বাংলাদেশের সেরা গলফার।
শুক্রবার দুই রাউন্ড মিলে পারের সমান স্কোর করে ৯৪তম হওয়া সিদ্দিকুর ‘কাট’-এর নিচে থাকায় পরের পর্বে উঠতে পারেননি। তৃতীয় রাউন্ডে খেলার সুযোগ পেয়েছেন প্রথম ৬৪ জন।
টুর্নামেন্টের শুরুটা অবশ্য খারাপ হয়নি বাংলাদেশের প্রথম পেশাদার গলফার সিদ্দিকুরের। প্রথম রাউন্ডে পারের চেয়ে তিন শট কম খেলে ২০তম স্থানে ছিলেন তিনি। কিন্তু দ্বিতীয় রাউন্ডের ব্যর্থতায় বিদায় নিতে হলো দুটি এশিয়ান ট্যুর চ্যাম্পিয়নকে।
মালয়েশিয়া ও থাইল্যান্ডে ব্যর্থতা ঢাকার সুযোগ শিগগিরই পাচ্ছেন সিদ্দিকুর। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে দিল্লিতে শুরু হতে যাওয়া হিরো ইন্ডিয়ান ওপেনে অংশ নেবেন তিনি। এই টুর্নামেন্টে তিনিই বর্তমান চ্যাম্পিয়ন।