এবারের বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি ফিঞ্চের
বিশ্বকাপ শুরু হওয়ার আগে তাঁর ওপরে তেমন পাদপ্রদীপের আলো ছিল না। তবে অ্যারন ফিঞ্চ এখন দারুণ এক কীর্তির স্রষ্টা। এবারের বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি করেছেন অস্ট্রেলিয়ার এই ওপেনার।
দুটো প্রস্তুতি ম্যাচে ফিঞ্চের পারফরম্যান্স তেমন উল্লেখ করার মতো নয়। ভারতের বিপক্ষে ২০ রান করার পর আরব আমিরাতের বিপক্ষে ৬১ রান করেন তিনি। তবে শনিবার ‘চিরশত্রু’ ইংল্যান্ডের বিপক্ষে শুরু থেকেই ছিলেন প্রত্যয়ী।
ডেভিড ওয়ার্নারকে নিয়ে ৫৭ রানের উদ্বোধনী জুটি গড়ে দলকে বেশ ভালো সূচনা এনে দেন ফিঞ্চ। এরপর ১৩ রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। সেখান থেকে জর্জ বেইলিকে নিয়ে ঘুরে দাঁড়ান ৪২তম ওয়ানডে খেলতে নামা ফিঞ্চ। ওয়ানডে ক্যারিয়ারে ষষ্ঠ এবং বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি করে তিনি এখন সবার আলোচনার কেন্দ্রে।
অবশ্য ফিঞ্চের বিদায়টা হয়েছে আক্ষেপ নিয়ে। শর্ট কাভারে বল ঠেলে দ্রুত একটি রান নিতে গিয়ে প্রতিপক্ষ অধিনায়ক ওয়েন মরগানের সরাসরি থ্রোতে রান আউট হয়ে গেছেন তিনি। তাঁর ১২৮ বলে খেলা ১৩৫ রানের আক্রমণাত্মক ইনিংসটা গড়ে উঠেছে ১২টি চার ও তিনটি বিশাল ছক্কায়।