‘স্যার’ জাদেজাকে মোদির শুভেচ্ছা
রবীন্দ্র জাদেজাকে নিয়ে নানা হাস্যরস, মজার মন্তব্যে সরগরম থাকে সামাজিক গণমাধ্যম। অনেক ভারতীয় তাঁকে আদর করে ডাকে ‘স্যার জাদেজা’! সম্বোধনটির মধ্যে কিছুটা ঠাট্টা মিশে থাকলেও ভালোবাসার টানও কম নয়। যেভাবেই হোক, ক্রিকেট অঙ্গনে বেশ পরিচিত হয়ে গেছে ‘স্যার জাদেজা’ সম্বোধনটি। এমনকি নরেন্দ্র মোদিও জাদেজাকে ডেকেছেন ‘স্যার’ বলে! ভারতের বিশ্বকাপ-অভিযান শুরুর আগে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।
২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত জাদেজা এখন ভারতের ওয়ানডে দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। কার্যকর বাঁ-হাতি স্পিনের পাশাপাশি লোয়ার মিডল অর্ডারে ব্যাট হাতে প্রায়ই জ্বলে ওঠেন তিনি। ভারতের বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনে তাঁর সাফল্য কামনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটারে ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন, ‘স্যার জাদেজার ভক্ত কে নয়? আমরা সবাই অপেক্ষা করছি তোমার অলরাউন্ড পারফরম্যান্স ভারতকে জয় এনে দেবে, সেটা দেখার জন্য।’
জাদেজাকে নিয়ে ফেসবুক-টুইটারে কী ধরনের রসিকতা হয় সেটা বোঝার জন্য মহেন্দ্র সিং ধোনির একটা টুইটারবার্তার দিকে নজর দেওয়া যেতে পারে। ভারতের অধিনায়ক লিখেছিলেন, ‘স্যার জাদেজা একবার একটা ছোট্ট পাহাড়কে ছোট্ট শিশুর মতো ক্রিকেট খেলাতে চেয়েছিলেন। এখন আমরা সবাই সেটাকে মাউন্ট এভারেস্ট বলি!’
জাদেজা অবশ্য এসব হাসি-ঠাট্টা নিয়ে বিচলিত বা বিরক্ত নন। এসবকে একদমই পাত্তা দিতে রাজি নন এই বাঁ-হাতি অলরাউন্ডার, ‘আমি মনে করি এগুলো রসিকতা। সবাই তা উপভোগই করে। এগুলোকে গুরুত্বের সঙ্গে নেওয়ার কিছু নেই। আমিও এই ‘স্যার’ সম্বোধনকে গুরুত্ব দেই না। দলের সবাই এটাকে উপভোগ করে বলে এ নিয়ে আমার কোনো সমস্যা নেই।’
রোববার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে লড়াই দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে ভারত। দেখা যাক ‘স্যার’ জাদেজা প্রথম ম্যাচে প্রধানমন্ত্রীর প্রত্যাশা পূরণ করতে পারেন কি না!