তিশার ‘বৃষ্টি ভেজা ভালোবাসা’
ভালোবাসা দিবস উপলক্ষে আজ রাত ৯টায় এনটিভিতে প্রচার হবে বিশেষ নাটক ‘বৃষ্টি ভেজা ভালোবাসা’। সাগর জাহানের রচনা ও রতন রিপনের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন তিশা, আফরান নিশো, ম আ সালাম, মাসুদ হারুণ প্রমুখ।
‘বৃষ্টি ভেজা ভালোবাসা’ নাটকে তিশা গুনগুন এবং নিশো দিদার চরিত্রে অভিনয় করেছেন। নাটকের গল্পে দেখা যাবে, ‘উচ্চবিত্ত পরিবারের সন্তান দিদার। একটি মেয়েকে সে ভালোবাসত। মেয়েটির নাম গুনগুন। মেয়েটির বাবা একজন স্কুলশিক্ষক। একদিন গুনগুন দিদারকে বিয়ের কথা বলে। কিন্তু দিদার পরিবারের প্রতি তার দায়বদ্ধতার বিষয়টি গুনগুনকে বোঝানোর চেষ্টা করে। গুনগুন দিদারকে তার বাবার কাছে বিয়ের প্রস্তাব দিতে বলে। কিন্তু দিদার তার সমস্যার কথা বোঝানোর চেষ্টা করে। গুনগুন দিদারের ওপর রাগ করে তার কাছ থেকে চলে যায়। তারপর দিদার দেশের বাইরে চলে যায়। এভাবেই এগিয়ে যায় ‘বৃষ্টি ভেজা ভালোবাসা’ নাটকটির গল্প।
তবে শেষ পর্যন্ত ভালোবাসা কি পরিণতি পায়?