দেশকে ভালোবাসি তাই ফিরে ফিরে আসি : শাবনূর
বাংলাদেশে চিত্রনায়িকাদের মধ্যে শাবনূরকে আলাদা করে চিনিয়ে দেওয়ার দরকার আছে কি? প্রতিবছরই জনপ্রিয় এই নায়িকা নিয়ম করে অস্ট্রেলিয়া যান। তবে দেশকে ছেড়ে কি থাকা যায়? বিশেষ করে এত এত দর্শকের ভালোবাসা উপেক্ষা করা কি সম্ভব? নিজের চলচ্চিত্র, বিদেশে জীবনযাপন এবং দেশের প্রতি ভালোবাসা নিয়ে সম্প্রতি নায়িকা শাবনূর কথা বলেছেন এনটিভি অনলাইনের সঙ্গে।
প্রশ্ন : দেশের বাইরে যখন থাকেন তখন কি দেশের জন্য খারাপ লাগে?
উত্তর : কিছুদিন দেশের বাইরে থাকলেই হাঁপিয়ে উঠি। অস্থির হয়ে ওঠে মন, কখন দেশে ফিরব। বাংলাদেশের মানুষ এত ভালোবাসা দিয়েছে যে অন্য কোনো দেশে মন বসে না। অনেক দেশেই গেছি, ওরা হয়তো অনেক নিয়ম মেনে চলে; কিন্তু আমার তো কাদামাটির গন্ধই বেশি ভালো লাগে। আমি যতগুলো ছবিতে অভিনয় করেছি প্রায় প্রতিটি ছবিতেই উঠে এসেছে বাংলাদেশ ও দেশের মানুষ।
প্রশ্ন : চলচ্চিত্র আর দর্শকের কারণেই কি আপনি ফিরে ফিরে আসেন?
উত্তর : চলচ্চিত্রই আমার জীবন। আর আমি আজ এখানে এসেছি দর্শকের কারণেই। তাঁদের কথা তো আমি কখনোই ভুলি না। আর আমি কিছুতেই ভিনদেশি পরিবেশের সাথে মিশে যেতে পারিনি। এ কারণেই আবারও দেশে ফিরে আসা। ঢাকার একটা স্কুলের সঙ্গে যুক্ত হয়েছি, সামনে দেশের সাধারণ মানুষের গল্প নিয়ে ছবি বানাব, আগের মতো অভিনয় করব এবং এখন থেকে দেশে থাকব।
প্রশ্ন : কবে নাগাদ চলচ্চিত্রের কাজ শুরু করবেন বলে ভাবছেন?
উত্তর : দেশের যে অবস্থা তাতে নিজেই ঘর থেকে বের হতে সাহস পাই না, আবার শুটিং করব কীভাবে! আমার অভিনীত কয়েকটা ছবির শুটিং বাকি আছে, সেগুলোর কাজই তো করতে পারছি না। সব সময় ভয়ে ভয়ে থাকি কখন কী অঘটন ঘটে, কখন বোমা ফোটে, গাড়ি নিয়ে বেরোলে ভয়ে থাকি কখন আগুন ধরিয়ে দেওয়া হয়।
তবে আশা করি, দেশের অবস্থা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আবারও কাদামাটির গন্ধ নিতে ঘুরে বেড়াব গ্রামগুলোতে। এ দেশের মাটিকে আমি ভালোবাসি। ভালোবাসি দেশের মানুষকেও।