মিলার-ডুমিনির অনন্য কীর্তি
৮৩ রানে হাশিম আমলা, কুইন্টন ডি কক, এবি ডি ভিলিয়ার্স ও ফাফ ডু প্লেসিকে হারিয়ে দক্ষিণ আফ্রিকা তখন বিপাকে। ২৫০ রানকেও মনে হচ্ছিল অনেক দূরের পথ। কিন্তু পঞ্চম উইকেটে ২৫৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দক্ষিণ আফ্রিকাকে ৩৩৯ রানের পাহাড়ে নিয়ে গেছেন জেপি ডুমিনি ও ডেভিড মিলার। গড়েছেন ওয়ানডে ক্রিকেট এবং বিশ্বকাপের রেকর্ড।
বিশ্বকাপে পঞ্চম উইকেট জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড এত দিন ছিল ক্রিস ক্রেয়ার্নস ও রজার টুজের দখলে। ১৯৯৯ সালে নিউজিল্যান্ডের দুই ব্যাটসম্যান গড়েছিলেন ১৪৮ রানের জুটি। রোববার সেই রেকর্ড নিজেদের করে নিয়েছেন ডুমিনি-মিলার।
তবে থেমে থাকেননি সেখানেই। ওয়ানডেতে পঞ্চম উইকেটে সর্বোচ্চ জুটির রেকর্ডও ভেঙে দিয়েছেন দুই প্রোটিয়া ব্যাটসম্যান। পঞ্চম উইকেট জুটিতে আগের রেকর্ড ছিল ইংল্যান্ডের ওয়েন মরগান ও রবি বোপারার। ২০১৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ২২৬ রানের জুটি গড়ে রেকর্ডটা করেছিলেন তাঁরা। রোববার জিম্বাবুয়ের বিপক্ষে মরগান-বোপারাকেও ছাড়িয়ে গেছেন ডুমিনি ও মিলার। পঞ্চম উইকেটে অবিচ্ছিন্ন ২৫৬ রানের জুটি গড়েছেন তাঁরা।
৯২ বলে ১৩৮ রানের ঝড়ো ইনিংস খেলার পথে বিশ্বকাপের আরেকটি রেকর্ডও ভেঙে দিয়েছেন মিলার। ওয়ানডের সেরা টুর্নামেন্টে এক ম্যাচে নয়টি ছক্কা মেরেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। এর আগে বিশ্বকাপের এক ম্যাচে আটটি ছক্কা মারার রেকর্ড যৌথভাবে ছিল রিকি পন্টিং, ইমরান নাজির ও অ্যাডাম গিলক্রিস্টের দখলে।