এবারও ম্যাকসন্স স্পিনিংয়ের ৫% বোনাস লভ্যাংশ ঘোষণা
বস্ত্র খাতের কোম্পানি ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা দিয়েছে। আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগের দুই হিসাব বছরের জন্যও একই পরিমাণ বোনাস দিয়েছিল কোম্পানিটি। তবে গত তিন হিসাব বছরে কোনো নগদ লভ্যাংশ দেওয়া হয়নি।
২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৩ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (ইপিএস) ১৯ টাকা ৭৮ পয়সা।
আগামী ৭ এপ্রিল সকাল সাড়ে ৯টায় সাভারের গৌরীপুরে ম্যাকসন্স গ্রুপ কনফারেন্স হলে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ সংশ্লিষ্ট রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ ফেব্রুয়ারি।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০১৩ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৪ কোটি ৮৯ লাখ ৯০ হাজার টাকা, ইপিএস ৭২ পয়সা ও শেয়ারপ্রতি এনএভি ২০ টাকা।
গত এক মাসের মধ্যে এ শেয়ারের সর্বনিম্ন দাম ১২ টাকা ৬০ পয়সা ও সর্বোচ্চ ১৪ টাকা ৪০ পয়সা। গত বৃহস্পতিবার এর দাম ছিল ১২ টাকা ৯০ পয়সা। আজ এর দামে নিম্নগামী প্রবণতা রয়েছে।
‘বি’ ক্যাটাগরির এ কোম্পানি ২০০৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির রিজার্ভের পরিমাণ ৪২ কোটি ৮৮ লাখ টাকা।