নতুন দুটি দলের জন্য মাঠ পর্যায়ে তদন্তে যাবে ইসি
তৃতীয় দফার যাচাই-বাছাই শেষে নিবন্ধনের জন্য আবেদন করা মোট ৭৫টি রাজনৈতিক দলের মধ্যে ৭৩টি দলের আবেদন বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। চলতি সপ্তাহেই বাকি দুটি দলের জন্য মাঠ পর্যায়ে তদন্তে যাবে ইসি।
আজ রোববার নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব ও যাচাই-বাছাই কমিটির প্রধান মো. মোখলেসুর রহমান এনটিভি অনলাইনকে এসব তথ্য জানান।
মো. মোখলেসুর রহমান এনটিভি অনলাইনকে বলেন, ‘তৃতীয় ধাপে এসে আমরা ৪৭টি নতুন দলের নিবন্ধন আবেদন যাচাই-বাছাই করে ৪৫টি দলের আবেদন বাতিল করেছি। এর আগেও প্রথম ও দ্বিতীয় ধাপে ২৮টি দলকে নিবন্ধনের জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছিল। এখন পর্যন্ত টিকে থাকা দুটি দল অর্থাৎ বাংলাদেশ কংগ্রেস ও বাংলাদেশ গণ আজাদী লীগের জন্য চলতি সপ্তাহের ভেতরেই নির্বাচন কমিশনের তদন্ত কমিটি মাঠ পর্যায়ে তদন্ত করতে যাবে।’
মোখলেসুর রহমান আরো বলেন, ‘আমরা আসলে নিবন্ধনের জন্য আবেদন করা যে ৭৫ দলের মধ্যে ৭৩টি বাতিল ঘোষণা করেছি তাদের সবারই অবেদনপত্রে ঝামেলা ছিল। যাচাই-বাছাই কমিটির তদন্ত প্রতিবেদন আমরা কমিশনে জমা দিয়েছি। কমিশন হয়তো আগামী বৃহস্পতিবারের মধ্যে তদন্ত কমিটি পাঠাবেন।’
মোখলেসুর রহমান বলেন, ‘নির্বাচন কমিশনের আইন অনুযায়ী নিবন্ধনের জন্য আবেদন করা প্রতিটি দলের অন্তত ১০০টি উপজেলায় নিজস্ব অফিস থাকতে হবে। জেলা অফিস ২২টিসহ কেন্দ্রীয় অফিস থাকতে হবে। বাংলাদেশ কংগ্রেস ও বাংলাদেশ গণ আজাদী লীগ তাদের আবেদন ফরমে এসব তথ্য দিয়েছেন। আমরা এগুলো সঠিক কি না, তা আমাদের নির্বাচন কমিশনের কর্মকর্তাদের দিয়ে যাচাই-বাছাই করে দেখব। এরপর কমিশন সিদ্ধান্ত নেবে দুটি দলই নিবন্ধিত হবে, নাকি একটি- না কি কোনোটিই হবে না।’
যাচাই-বাছাই কমিটির সূত্রে জানা গেছে, মোট ৭৫টি নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছিল। প্রাথমিক তদন্ত শেষে ১৯টি নতুন দলের নিবন্ধন বাতিল করেছিল ইসি। বাকি ৫৬টি দলের কাছে ইসি চিঠি প্রদান করে। সেই ৫৬টি দলের মধ্য ৪৭টি দল ইসির চিঠির প্রত্যুত্তর দেয়। বাকি ৯টি দল ইসির চিঠির প্রত্যুত্তর না দেওয়ায় ৯টি দল নিবন্ধনের অযোগ্য হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশন। তৃতীয় ধাপে মাত্র দুটি দলকে রেখে বাকি ৪৫টি দল বাতিল ঘোষণা করেছে। নিবন্ধনের জন্য আবেদন করা মোট ৭৫টি দলের মধ্যে ৭৩টি দলকেই নিবন্ধনের অযোগ্য ঘোষণা করল নির্বাচন কমিশন।
সূত্রে আরো জানায়, নতুন দল হিসেবে আদেন করা মোট ৭৫টি দলের মধ্য অধিকাংশ দলই ভুল তথ্য দিয়ে আবেদন করে। নিয়ম মেনে ‘ট্রেজারি চালান’ জমা দেয়নি অনেক দল। অধিকাংশেরই ১০০ উপজেলায় নিজস্ব অফিস নেই।’