ওজিলকে নিয়েও শঙ্কা!
প্রত্যেক ফুটবলারেরই স্বপ্ন থাকে বিশ্বকাপ খেলার। চার বছর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সেরাদের লড়াইয়ে নিজেদের সেরা খেলা উপহার দিতে মুখিয়ে থাকেন তারকারা। অনেকের বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে যায় ইনজুরির কারণে। এবারও অনেক তারকা খেলোয়াড়ের বিশ্বকাপ খেলার স্বপ্ন ইনজুরির কারণে বলি দিতে হয়েছে। সার্জিও রোমেরো, দানি আলভেজের মতো তারকাদের এবারের রাশিয়া বিশ্বকাপ খেলার স্বপ্ন জলাঞ্জলি দিতে হয়েছে। সেই তালিকায় কি এবার নাম লেখাতে যাচ্ছেন জার্মানির নির্ভরশীল তারকা মেসুত ওজিল?
২০১০ ও ২০১৪ সালের বিশ্বকাপে জার্মানির অন্যতম ভরসার প্রতীক ছিলেন মেসুত ওজিল। এবারের রাশিয়া বিশ্বকাপেও যে তিনি ঝলক দেখাবেন, তাঁর প্রমাণ রেখেছেন বিশ্বকাপ উপলক্ষে দলের প্রস্তুতি ম্যাচে। যদিও আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রিয়ার কাছে ২-১ গোলের ব্যবধানে হেরে যায় বিশ্বচ্যাম্পিয়নরা। তবে জার্মানদের পক্ষে ম্যাচে একমাত্র গোল করেন আর্সেনাল তারকা ওজিল।
সে ম্যাচেই জার্মানদের মনে শঙ্কা সৃষ্টি হয়, ম্যাচ চলাকালীনই ইনজুরির কারণে হাঁটু চেপে খেলতে থাকেন ওজিল। ম্যাচের পর দলের হয়ে চার দিন অনুশীলনও করেননি এই ২৯ বছর বয়সী মিডফিল্ডার। গতকাল বুধবার এই তারকা একা অনুশীলন করেন। আশঙ্কা দেখা দিয়েছে, দলের হয়ে প্রথম ম্যাচে নাও দেখা যেতে পারে এই নির্ভরশীল তারকাকে।
ওজিল জার্মান শিবিরের নির্ভরশীল তারকা। দলে তাঁর গুরুত্বের কথা ভেবেই জার্মান শিবির মাঠে তাঁকে ফিরে পেতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।