সালেনকোর রেকর্ড
‘ওয়ান ম্যান আর্মি’ শব্দটা দেখলেই চোখের সামনে ভেসে ওঠে ক্রিস্টিয়ানো রোনালদো কিংবা লিওনেল মেসির ছবি। আর বিশ্বকাপের মঞ্চে সেই ছবিটা হয়ে যায় দিয়েগো ম্যারাডোনা অথবা জিনেদিন জিদানের। তবে তার চেয়েও বড় ‘ওয়ান ম্যান আর্মির’ দেখা পেয়েছিল ১৯৯৪ ফিফা বিশ্বকাপ!
অদ্ভুতভাবে, আসছে বিশ্বকাপের ভেন্যুর সঙ্গে মেলানো যাবে তাঁকে। ২০১৮ বিশ্বকাপের আয়োজক দেশ রাশিয়ার আক্রমণভাগ যে সেবার সামলেছিলেন এই ওলেগ সালেনকোই! তাঁর দল রাশিয়া অবশ্য যায়নি দ্বিতীয় রাউন্ডের লড়াইয়ে, কিন্তু তিনি ঠিকই একটা জায়গায় হয়েছিলেন প্রথম।
বিশ্বকাপের ১৫তম আসরে ‘বি’ গ্রুপে ব্রাজিল, সুইডেন ও ক্যামেরুনের সঙ্গে ছিল রাশিয়াও। এমন এক গ্রুপে থেকে ভালো কিছুর আশাও করেনি দলটি। ব্রাজিলের বিপক্ষে ২-০, সুইডেনের সঙ্গে ৩-১ ব্যবধানে হেরে বাদ গিয়েছে তাঁরা ঠিকই। তবে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ক্যামেরুনকে রাশিয়া পরাজিত করে বিশাল ব্যবধানে।
আর ৬-১ গোলের সেই জয়ের দিনই এমন এক রেকর্ড গড়ে বসলেন সালেনকো যেই রেকর্ড আজও রয়েছে অক্ষত। ক্যামেরুন জালে যেন গোলের বন্যা বইয়ে দিয়েছিলেন এই স্ট্রাইকার। সব মিলিয়ে দিয়েছিলেন পাঁচ গোল। যা এখন পর্যন্ত বিশ্বকাপের আসরে এক ম্যাচে দেয়া সর্বাধিক গোল।
সুইডেনের বিপক্ষে আগের ম্যাচটা হারলেও সেই ম্যাচেও পেনাল্টি থেকে দলের পক্ষে একমাত্র গোলটা এসেছিল সালেনকোর পা থেকেই। ফলে মোট ছয় গোল নিয়ে টুর্নামেন্ট শেষে রিস্টো স্টইচকভের সঙ্গে যৌথভাবে গোল্ডেন বুটের স্বীকৃতিটা পান সালেনকোও।
সেই রেকর্ড গড়ার পর চলে গেছে ২৪ বছর, মাঠে গড়িয়েছে পাঁচটি বিশ্বকাপ। সালেনকোর আশেপাশেই ভিড়তে পারেনি কেউ। এবার কি তবে রাশিয়ার মাঠেই ভাঙবে রুশ অতিমানবের গড়া সেই অতিমানবীয় রেকর্ড?
বিশ্বকাপ মাঠে গড়াতে হাতে বাকি আর মাত্র পাঁচ দিন। তাঁর ঠিক এক মাস পরেই জানা যাবে সে উত্তর।