বক্স অফিস কাঁপাচ্ছে ‘ফিফটি শেডস অব গ্রে’
মুক্তির বছরখানেক আগে থেকেই ‘ফিফটি শেডস অব গ্রে’ নিয়ে তুমুল আলাপ-আলোচনা-সমালোচনা-কল্পনা-বিতর্ক; কি হয়নি! কবে আসবে এই ছবি? কী হয়েছে এ ছবিতে? আসলেই কেমন হবে ছবিটা? আরো কত যে কল্পনা আর প্রতীক্ষা! এত দিনের কৌতূহল ঝাঁপিয়ে পড়ে মেটাচ্ছেন দর্শক, মুক্তির পর বক্স অফিস এখন ‘ফিফটি শেডস অব গ্রে’ময়! এন্টারটেইনমেন্ট উইকলি থেকে জানা গেল, ভালোবাসা দিবসে মুক্তি পাওয়া ছবিটি মোটে এক ছুটির দিনের মধ্যেই আয় করেছে আট কোটি ১৭ লাখ মার্কিন ডলার।
এই ছবি নিয়ে বহুদিন ধরেই অপেক্ষায় ছিলেন অজস্র দর্শক। সুতরাং, এটি যে মুক্তির পর পরই বেশ সাড়া জাগাবে তা আগে থেকেই অনুমান করা যাচ্ছিল। কিন্তু তাই বলে একদিনেই এমন বাঁধভাঙা সাফল্যের কথা নির্মাতারাও হয় তো ভেবে রাখেননি!
বক্স অফিসে সাফল্যের দিক থেকে এ মুহূর্তে দ্বিতীয় অবস্থানে আছে ‘কিংসম্যান : দ্য সিক্রেট সার্ভিস’ ছবিটি। ‘ফিফটি শেডস অব গ্রে’র দাপটে ২৯ জানুয়ারি মুক্তি পাওয়া এই ছবি এখন পর্যন্ত উপার্জন করেছে তিন কোটি ৫৬ লাখ মার্কিন ডলার।
ই এল জেমসের ইরোটিক ঘরানার উপন্যাস ‘ফিফটি শেডস অব গ্রে’র তুমুল সাফল্যের সেখান থেকে সিনেমা তৈরি হওয়াটা ছিল নিতান্তই সময়ের ব্যাপার। প্রশ্ন ছিল কেবল চিত্রায়ণ নিয়ে, যাঁরা পড়েছেন এই বেস্টসেলার ইরোটিক উপন্যাসটি তাঁরাই তা ভালো জানেন! সেই প্রশ্নের উত্তর যে মূল চরিত্রে অভিনয় করা ক্রিস্টিয়ান গ্রে চরিত্রে অভিনয় করা জেমি ডোরান ও আনাস্তাসিয়া স্টিলের ভূমিকায় ডাকোটা জনসন ভালোমতোই দিয়েছেন- তা নিশ্চয়ই এখন আর বলার অপেক্ষা রাখে না!
ই এল জেমসের মূল উপন্যাসটি থেকে ‘ফিফটি শেডস অব গ্রে’র চিত্রনাট্য লিখেছেন কেলি মার্সেল। ছবিটি পরিচালনা করেছেন স্যাম টেলর-জনসন।