প্রিয়াঙ্কার ছবিতে আগুন ধরিয়ে প্রতিবাদ
গেল বছর ‘পদ্মাবত’ ছবিতে অভিনয়ের জন্য দীপিকা পাডুকোনের নাক ও মাথার দাম ধরা হয়েছিল। এবার ‘কোয়ান্টিকো’ সিরিজের একটি পর্বে হিন্দু ধর্মকে ছোট করে দেখানোর জন্য আন্দোলন শুরু করেছে হিন্দুদের একটি উগ্রবাদী সংগঠন। ডিএনএ ইন্ডিয়ার খবরে প্রকাশ, জুনের ১ তারিখ প্রচারিত ‘কোয়ান্টিকো’র একটি পর্বে দেখানো হয়, একজন ভারতীয় জাতীয়তাবাদী একটি নিউক্লিয়ার আক্রমণ করতে চায় যুক্তরাষ্ট্রের ম্যানহ্যাটেন শহরে। আর তার দায় চাপাতে চায় পাকিস্তানের ঘাড়ে। এমনি এক খলচরিত্রের বিপরীতে লড়তে দেখা যায় অ্যালেক্স প্যারিসকে। প্যারিস চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা।
আর এতেই ফুঁসছে হিন্দুত্ববাদী সংগঠনটি। প্রিয়াঙ্কার পোস্টার পোড়ানো, কুশপুত্তলিকা দাহ এবং প্রিয়াঙ্কাকে পাকিস্তানে চলে যাওয়ার স্লোগানসহ পোস্টার প্রদর্শন করেছে তারা। ভারতের নয়াদিল্লিতে গতকাল বিকেলে এ ঘটনা ঘটে। তখন সেখানে মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা বাহিনীকে।
এই আন্দোলনের আহ্বায়ক হিন্দু সেনা প্রধান বিষ্ণু গুপ্তা বলেন, ‘প্রিয়াঙ্কা চোপড়াকে জাতির সামনে ক্ষমা চাইতে হবে। সে ভারতের হয়ে মিস ওয়ার্ল্ড হয়েছে, কিন্তু এখন সে দেশের ভালোর জন্য কাজ করছে না।’ এ ঘটনায় অনেকেই প্রিয়াঙ্কার পক্ষে দাঁড়িয়েছেন, কেউ আবার দাঁড়িয়েছেন প্রিয়াঙ্কার বিপক্ষে। সামাজিক যোগাযোগের মাধ্যমে এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনার ঝড়।
এদিকে এ ঘটনায় ‘কোয়ান্টিকো’ সিরিজের প্রদর্শক চ্যানেল এবিসি টিভি ক্ষমা চেয়েছে ভারতীয় দর্শকদের কাছে। শুক্রবার তাঁদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া হয়। ২০১৫ সালে ‘কোয়ান্টিকো’ দিয়ে প্রিয়াঙ্কার হলিউড অভিষেক হয়েছিল। বর্তমানে বাতিল করা হয়েছে ‘কোয়ান্টিকো’র এবারের মৌসুমে পরবর্তী পর্ব। এ ব্যাপারে এখনো প্রিয়াঙ্কার কোনো মন্তব্য পাওয়া যায়নি।