বড় জয়ে শেখ জামালের শুভ সূচনা
এমনিতেই এবারের আসরের সবচেয়ে ফেভারিট দল শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। আর শক্তির বিচারে ফেনী সকার ক্লাবের চেয়ে তো অনেকটাই এগিয়ে। তাই ফেডারেশন কাপে নিজের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নদের জয় পেতে খুব একটা ঘাম ঝরাতে হয়নি, অনায়াসেই ৪-১ গোলে জিতেছে তারা।
মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডয়ামে শেখ জামালের এই প্রত্যাশিত জয়ের পথে মোটেও বাধা হতে পারেনি দুর্বল ফেনী। অবশ্য গোল পেতে শেখ জামালকে অপেক্ষা করতে হয়েছে ৩৫ মিনিট পর্যন্ত। অধিনায়ক মামুনুল ইসলাম দলের পক্ষে সূচনা গোলটি করেন।
বিরতির আগেই ব্যবধান দ্বিগুণ করে ফেলেন মামুনুলরা। ৪৫ দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন নাইজেরীয় স্ট্রাইকার এমেকা ডার্লিংটন।
৬২ মিনিটে ফরোয়ার্ড সোহেলের গোলে ফেনী ব্যবধান কিছুটা কমালেও পরবর্তী ২০ মিনিটের মধ্যে আরো দুটি গোল খেয়ে বসে তারা। ৭৩ মিনিটে জাতীয় দলের স্ট্রাইকার শাখাওয়াত হোসেন রনি তৃতীয় এবং ৮২ মিনিটে হাইতির মিডফিল্ডার ল্যান্ডিং ডার্বো চতুর্থ গোল করে শেখ জামালের বড় জয় নিশ্চিত করেন।
এই জয়ে শেখ জামালের কোয়ার্টার ফাইনালে খেলাও অনেকটাই নিশ্চিত হয়ে যায়। পরের ম্যাচে বিজেএমসির কাছে হারলেও শেষ আটে ওঠার পথে খুব একটা বাধা হবে না।