বিশ্বকাপে শিশিরের প্রিয় দল কোনটি?
আগামীকাল বৃহস্পতিবার মাঠে রাশিয়া বিশ্বকাপ। বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠতে শুরু করেছে গোটা দুনিয়া। অলরাউন্ডার সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশিরও বিশ্বকাপ নিয়ে খুব উচ্ছ্বসিত। বিশ্বকাপে নিয়মিত ফুটবল খেলা দেখেন তিনি।
এবার বিশ্বকাপে কোন দল সমর্থন করছেন জানতে চাইলে এনটিভি অনলাইনকে শিশির বলেন, ‘আমার প্রিয় দল স্পেন।’
শিশির এখন আছেন যুক্তরাষ্ট্রে। সঙ্গে আছেন সাকিব আল হাসান ও কন্যা আলাইনা। ঈদ সেখানে উদযাপন করবেন তাঁরা।
সাকিব ও শিশির একসঙ্গে বেশ কিছু পণ্যের বিজ্ঞাপনের মডেল হয়ে আলোচিত হয়েছেন অনেক আগেই। দর্শকপ্রিয় এই তারকা দম্পতি ঈদ উপলক্ষে বাটার নতুন একটি বিজ্ঞাপনের মডেল হয়েছেন।
আগামীকাল বৃহস্পতিবার রাশিয়া ও সৌদি আরবের ম্যাচ দিয়ে শুরু হবে রাশিয়া বিশ্বকাপ। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি। ১৫ জুন বাংলাদেশ সময় রাত ১২টায় পর্তুগাল মুখোমুখি হবে স্পেনের। শিশিরের প্রিয় দল কেমন খেলবে, সেটাই এখন দেখার।