প্রতিবাদের নাম মান্না
বাংলা ছবির নায়ক বলতে আমরা কী বুঝি? পরিপাটি, সুশ্রী, প্রথম শ্রেণিতে প্রথম, আদর্শে আর প্রেম নিবেদনের পাল্লায় পটু- এই তো? নব্বইয়ের দশকে ছিল উত্তাল সময়। এই ঢ্যাঙা যুবক এসে হাবভাবে আর অভিনয়ে নিমেষে বুঝিয়ে দিলেন, বাংলা ছবির নায়ক হতে পারেন বিদ্রোহী, প্রতিবাদী। তাঁর তীব্র রাগে আর ক্ষোভের আঘাতে ভেঙেচুরে তছনছ হয়ে যেতে পারে শোষকের মসনদ। কোনো রূপসীর প্রেমপ্রার্থনা কিংবা দায়ে পড়ে মহানুভব হয়ে ওঠা নয়- লক্ষ্য তাঁর একটাই। অত্যাচারীকে উপড়ে ফেল, গরিবের অধিকার ফিরিয়ে দাও। ক্ষোভের জীবন্ত অঙ্গার। মান্না।
আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির যাত্রার শুরু থেকেই বলিউড এখানে বড় এক প্রভাবক। সময়ে সময়ে বলিউডের বড়পর্দায় যেমনভাবে রদবদল হয়েছে, একইভাবে ভোল পাল্টাতে চেয়েছে আমাদের ছবিও। অমিতাভ বচ্চন বলিউডে জারি করেছিলেন ‘অ্যাংরি ইয়াংম্যান’ ইমেজ, দর্শকেও বুঝেছিল- নায়ক হওয়ার আবশ্যিক কেবল সুদর্শন, আদর্শ প্রেমিক আর নাচগানে পারদর্শিতায় আটকে নেই। পুরুষালি, খ্যাপাটে, প্রতিবাদী আর আক্রমণাত্মক যুবাও নায়ক হতে পারেন বৈকি!
কিন্তু কিছু অংশে ফারুক, ওয়াসিম বা অতিসামান্য আঙ্গিকে নায়করাজ রাজ্জাক পেরিয়ে আমাদের সে রাগী যুবক কই? মান্না এসেই বুঝিয়ে দিয়েছিলেন, এক প্রতিবাদী রাগী যুবকের রাজত্ব কায়েম হতে যাচ্ছে ঢালিউডে। বহুদিনের জন্য, লম্বা সময়ের জন্য। ভাঙচুর বিপ্লবের শুরু ‘দাঙ্গা’য়, একে একে ‘ত্রাস’, ‘চাঁদাবাজ’, ‘তেজী’, ‘শান্ত কেন মাস্তান’, ‘জনতার বাদশা’, ‘লুটতরাজ’; আরো কত কত প্রতিবাদের নাম! এ দেশের চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম ব্যবসাসফল ছবি ‘আম্মাজান’ ছবির খ্যাপাটে, রাগী, হিংস্র অথচ মাতৃভক্ত ‘বাদশা’কে কি কখনো ভুলতে পারবে দর্শক?
ভুলেই যাওয়ার কথা। সত্যি বলতে কি, ভুলে গেছেও হয়তো অনেকেই। আমাদের দেশে প্রাপ্তি ধরে রাখার চেয়ে ভুলে যাওয়ার প্রচলনটা অনেক বেশি চালু। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি মান্না মারা যান। তাঁর অকালমৃত্যু নিয়ে ক’দিনই বা কথা হয়েছে? আমরা মেনেও নিয়েছি সহজে, অতি সহজে। যে মানুষটা সারাজীবন পর্দায় কি পর্দার বাইরে প্রতিবাদ করে গেছেন অন্যায় আর অবিচারের প্রতি, তাঁর আকস্মিক মৃত্যুর পেছনে হয়তো কারণ ছিল দায়িত্বে অবহেলা। আমরা সেটা নিয়ে প্রতিবাদ করলাম কই, খতিয়েও তো দেখিনি!
টাঙ্গাইলের এস এম আসলাম তালুকদার কিংবা ঢালিউডি ছবির বিদ্রোহী নায়ক মান্না, তিনি কিন্তু দেখিয়ে গেছেন স্রোতের বিপরীতে কীভাবে প্রতিবাদ করতে হয়। অশ্লীলতাবিরোধী আন্দোলনে তিনি ছিলেন সামনের সারির একজন। তাঁর এই লড়াই কিন্তু আমাদের ওপরেও বর্তায়!