বিশ্বকাপে অপরিচিতের সঙ্গে বিছানায় না যাওয়ার পরামর্শ!
রাশিয়া বিশ্বকাপের দামামা বেজে গেছে। একদিন পেরিয়ে আজ শুক্রবার দ্বিতীয় দিনের খেলা মাঠে গড়াচ্ছে। এই আসর উপলক্ষে সারা দুনিয়া থেকে রাশিয়ায় যাবে বিভিন্ন ধর্ম-বর্ণের মানুষ। বিশ্বকাপের অতিথিদের সঙ্গে বিছানায় সময় না কাটানোর পরামর্শ দিয়েছেন দেশটির নারী সংসদ সদস্য তামারা প্লেতনেভা।
রাশিয়ার মেয়েরা যেন মিশ্রজাতির শিশুর মা না হন, সে জন্যই নাকি এমন পরামর্শ দিয়েছেন প্লেতনেভা। সম্প্রতি মস্কোভা রেডিওকে ৭০ বছরের এই কমিউনিস্ট বলেন, ‘বিশ্বকাপের সময় আমাদের অনেক মেয়ে হয়তো অপরিচিত মানুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে গর্ভবতী হয়ে পড়তে পারেন। এতে মিশ্রজাতির শিশুর জন্ম হলে আমাদের সমাজের জন্য খুব একটা ভালো হবে না। আশা করি এমনটা কেউ করবেন না।’
১৯৮০ সালের মস্কো অলিম্পিকের সময় বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা অতিথিদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে অনেক মেয়েই গর্ভবতী হয়েছিলেন। তখন বিষয়টি নিয়ে বেশ আলোচনা হয়েছিল।
এবার যেন তেমন কিছু না হয় সে পরামর্শ দিয়ে প্লেতনেভা বলেন, ‘আমাদের উচিত নিজেদের শিশু জন্ম দেওয়া। আর তা যেন হয় রাশিয়ার।’
গতকাল বৃহস্পতিবার রাশিয়া বিশ্বকাপের উদ্বোধন হয়েছে। প্রথম ম্যাচে স্বাগতিক রাশিয়া দারুণ জয় পেয়েছে, তারা ৫-০ গোলে হারিয়েছে সৌদি আরবকে।