মেসিকে নিয়ে কেমন বিদ্রুপ রোনালদোর!
এই কদিন আগে নিউইয়র্কের একটি ম্যাগাজিনের জন্য ফটোশ্যুট করেছিলেন আর্জেটাইন তারকা লিওনেল মেসি। একটি ছাগলের সঙ্গে ফটোশ্যুট করে বেশ আলোচনায় আসেন তিনি। কেন ছাগলের সঙ্গে মেসির ফটোশ্যুট? সমর্থকদের চোখে মেসি সর্বকালের সেরা ফুটবলার। তাই GOAT মানে ধরা হয়েছে (Greatest Of All Time)।
মেসির নামের পাশে এই তকমা, তা মোটেও পছন্দ হয়নি চিরপ্রতিদ্বন্দ্বী পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর—তা তিনি বুঝিয়ে দিয়েছেন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই। গতকাল শুক্রবার প্রথম ম্যাচে হ্যাটট্রিক করে এবং অনেকগুলো রেকর্ড পকেটে পুরে তিনিই এখন নিজেকে GOAT বলে দাবি করছেন।
স্পেনের বিরুদ্ধে হ্যাটট্রিক করে অচেনা এক ভঙ্গিতে তা উদযাপন করেন রোনালদো। চোয়ালে হাত দিয়ে মুখ বিকৃত করে সেই উদযাপনের পেছনে কারণ হচ্ছে মেসির সঙ্গে জড়িয়ে। বলা যেতে পারে মেসিকে বিদ্রুপ করেই এই উদযাপন রিয়াল মাদ্রিদ তারকার।
মেসি অবশ্য নিজের নামের পাশে GOAT তকমা লাগাতে চান না, ‘নিজেকে আমি কখনই সেরা মনে করি না। আমি শুধু নিজের খেলাটা খেলে যেতে চাই।’
আর ছাগলের সঙ্গে ছবি তোলা প্রসঙ্গে এই আর্জেন্টাইন তারকা বলেন, ‘আমার বাড়িতে একটা কুকুর আছে যার নাম হাল্ক। সে পরিবারের একজনের মতোই। আমার বাচ্চারাও হাল্কের কাছ থেকে অনেক কিছু শিখেছে। আমিও শিখেছি। তাই তাদের আমি ভালোবাসি।’