আমিরকে কড়া ধমক!
‘এসব তথাকথিত শিল্পীর উচিত মুখে লাগাম দিয়ে নিজের চরকায় তেল দেওয়া!’ এক্কেবারে কড়া ধমক। ধমকটা কাকে দেওয়া হয়েছে জানেন? বলিউড সুপারস্টার আমির খানকে! কমেডি শো এআইবি নকআউটকে ‘আপত্তিকর’ হিসেবে মন্তব্য করার পর আমিরকে একচোট কথা শুনিয়ে দিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত এক কানাডীয় কমেডিয়ান। নাম তার রাসেল পিটার্স। হিন্দুস্তান টাইমসের খবরে জানা গেল, আমিরকে ভালোই একহাত নিয়েছেন পিটার্স!
শনিবার নয়াদিল্লিতে এক স্টেজ পারফরম্যান্সে এসেই আমিরের ওপর ‘চড়াও’ হয়েছেন পিটার্স। ‘সে কোথাকার কে, তথাকথিত শিল্পীমাত্র! এআইবি মাত্রা ছাড়িয়েছে আর এর কলাকুশলীদের উচিত এর দায়ভার নেওয়া- এসব কথা বলার সে কে? সে তো এটা দেখেওনি পর্যন্ত! দয়া করে কেউ তাকে চুপ করতে বলুন আর নিজের চরকায় তেল দেওয়ার পরামর্শ দিন!’
শুধু তাই নয়, এরপর পিটার্স আমিরকে ‘শিল্পী’ হিসেবেও নাকচ করে দেন। আমির নিতান্তই একজন ‘অভিনেতা’, ‘শিল্পী’ নন- এমনই ভাষা পিটার্সের! তিনি বলেন, ‘সে ক্যামেরার সামনে গিয়ে অন্য কারো লেখা কিছু সংলাপ গড়গড় করে পড়ে যায়।’ তিনি মন্তব্য করছেন এই শোয়ের ওপর!
ভারতীয় দর্শকরা ‘রোস্ট’ (ভাজা) ঘরানার কৌতুক অনুষ্ঠান আসলে কী, তাও ঠিকমতো বোঝে কী না তা নিয়ে সন্দেহ আছে- এমন মন্তব্যই করেন এই ৪৪ বছর বয়সী কমেডিয়ান। “রোস্টের বিষয়টা ভিন্ন। এখানে স্টেজে নিয়ে যাওয়ার পর আপনি সবচেয়ে নিষ্ঠুর আর গা জ্বালানো ভঙ্গিমায় একজনের উদ্দেশ্যে মন্তব্য করবেন এবং সেই ব্যঙ্গ হতে হবে আপনার মন থেকে। এর প্রত্যুত্তরে একই কাজ করবে সেই ব্যক্তিও। এটি এমন এক ধরনের কাঠামো যেখানে কোনো ধরনের লুকোছাপা বা ছলচাতুরি থাকবে না। এটা একেবারে মুখোমুখি অবস্থা!’ রাসেল একইসাথে জুড়ে দেন, একজন রাজনীতিবিদ মঞ্চে উঠে মুখের ওপর একের পর এক মিথ্যা বললেও ভারতীয়রা মোটেও বিরক্ত হন না। কিন্তু কেউ সত্য কথা বললেই একেবারে রেগেমেগে কাঁই যান!
এআইবির কমেডিয়ান তন্ময় ভাট এবং গুরসিমরান খাম্বা পেয়েছেন পিটার্সের অভিনন্দন। নিজেদের কাজের ওপর অবশ্যই তাদের গর্ববোধ করা উচিত বলে পিটার্স জানিয়েছেন এআইবির এই কারিগরদ্বয়কে।
রাসেল পিটার্সের এই কড়া বাতচিতের প্রত্যুত্তরে অবশ্য আমির এখনো কিছু বলেননি। পিটার্সের বাউন্সারে আমির এখন হুক করেন নাকি কুপোকাত হন, তা অবশ্যই দেখার আছে!