চোরবার নৈপুণ্যে আবাহনীর জয়
সুদূর হাঙ্গেরি থেকে সাবোলস চোরবাকে নিয়ে এসে ঢাকা আবাহনীর কোচ-কর্মকর্তারা উচ্ছ্বসিত। আবাহনীর অস্ট্রিয়ান কোচ জর্জ কোর্টানও এই স্ট্রাইকারের প্রশংসায় পঞ্চমুখ। তাঁকে ঘিরে উচ্ছ্বাস-প্রশংসা যে অমূলক নয় তার প্রমাণ মৌসুমের শুরুতেই দিলেন চোরবা। তাঁর নৈপুণ্যে ফেডারেশন কাপে আবাহনী ২-০ গোলে ফরাশগঞ্জকে হারিয়েছে। দুটো গোলই চোরবার।
মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথম গোলের জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে আবাহনীকে। বিরতির ঠিক আগে ফরোয়ার্ড আব্দুল বাতেন কোমলের পাস থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন চোরবা।
আবাহনীর ব্যবধান দ্বিগুণ করা গোলটি আসে শেষ মুহূর্তে। ইনজুরি সময়ে মিডফিল্ডার ইমন বাবুর পাস ধরে চমৎকার প্লেসিং শটে চোরবা বল জালে জড়িয়ে দেন।