মুক্তিযোদ্ধায় বিধ্বস্ত বারিধারা
উত্তর বারিধারা ক্রীড়া চক্রের অবস্থা এমনতেই বেশ নাজুক। তাই গত মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকেও অবনমন হয়ে যায় তারা। সে দলটিকে হারাতে মোটেও বেগ পেতে হয়নি মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের। মঙ্গলবার ফেডারেশন কাপের নিজেদের প্রথম ম্যাচে ৪-০ গোলে জিতেছে গতবারের রানার্সআপরা।
বঙ্গববন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে মূলত মুক্তিযোদ্ধার শেষ ছয় মিনিটের ঝড়ে বিধ্বস্ত হয়েছে বারিধারা। দলের এই বড় জয়ে জোড়া গোল করেন জাতীয় দলের সাবেক স্ট্রাইকার এনামুল হোসেন।
মুক্তিযোদ্ধাকে প্রথম গোলের দেখা পেতে খুব একটা অপেক্ষা করতে হয়নি। ম্যাচের সাত মিনিটে এনামুলের গোলে এগিয়ে যায় তারা। প্রথমার্ধে এই একটি গোলই পায় তারা।
মুক্তিযোদ্ধার বাকি তিনটি গোল হয়েছে শেষ ছয় মিনিটে। ৮৪ মিনিটে ফরোয়ার্ড বিপ্লব মুক্তিযোদ্ধার ব্যবধান দ্বিগুণ করা গোলটি করেন। ৮৮ মিনিটে এনামুল দলের পক্ষে তৃতীয় এবং ব্যক্তিগত দ্বিতীয় গোলটি করেন।
গতবারের রানার্সআপদের শেষ গোলটি আসে ম্যাচের একেবারেই শেষ সময়ে। ইনজুরি সময়ে আরেক ফরোয়ার্ড আনোয়ার হোসেন বারিধারার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন।