দীপিকাকে চুমু খেতে চাই : সিদ্ধার্থ
সিদ্ধার্থ মালহোত্রা ১৮ বছর বয়সে ক্যারিয়ার শুরু করেছিলেন মডেলিং দিয়ে। করণ জোহরের ছবি ‘মাই নেইম ইজ খান’-এ সহকারী পরিচালক হয়ে পা রেখেছিলেন বলিউডে। বড় পর্দায় আত্মপ্রকাশ ২০১২ সালের ব্যবসাসফল রোমান্টিক কমেডি ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবির মাধ্যমে। প্রথম ছবিতেই বাজিমাত করেন তিনি। গেল বছর ‘এক ভিলেন’ ছবি দিয়ে বুঝিয়ে দিয়েছেন, বি টাউনে লম্বা সময়ই থাকতে চলেছেন দিল্লির এই ছেলে। মুম্বাই ফিল্মি-পাড়ার প্রভাবশালী গণমাধ্যম ‘ফিল্মফেয়ার’-এর সাথে বেশ উষ্ণ আলাপ হয়েছে সিদ্ধার্থের!
প্রশ্ন : কাউকে পটাতে চান। কী বলবেন!
উত্তর : (হাসি) একবার আপনি জনপ্রিয় হয়ে গেলে, মেয়েরা এমনিতেই সহজ আচরণ করে। তখন কথা কম, কাজ বেশি!
প্রশ্ন : কোনো মেয়ের সেরা সাহচর্য...
উত্তর : এক পার্টির ড্যান্স ফ্লোরে। কোনো কথা হয়নি, খালি নাচানাচি। প্রচুর নাচানাচি!
প্রশ্ন : ভক্তদের কাছ থেকে পাওয়া উদ্ভট কোনো মেইল...
উত্তর : অনেক মেয়ে ছবি পাঠিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছে, লিপস্টিকের ছোঁয়া দিয়ে কার্ড পাঠিয়েছে...একটা মেয়ে ওর ঘুমুবার কোলবালিশ পাঠিয়ে দিয়েছিল!
প্রশ্ন : কোনো নারীর প্রতি ঝুঁকতে পারেন, যখন...
উত্তর : তার মাঝে সততা দেখি।
প্রশ্ন : আপনার স্বপ্নের নারীটি দেখতে কেমন?
উত্তর : চেহারা আসলে কোনো ব্যাপার না। কথাই আসল। কাজেই তাকে অবশ্যই বেশ আলাপি হতে হবে। গত বছর দুয়েকে আমিও হয়তো একটু বুঝদার হয়ে উঠেছি। কারণ, তার আগে আমিও কিন্তু ‘বাহ, মেয়েটা কিন্তু দেখতে বেশ’ এভাবেই ভাবতাম। কিন্তু এখন তো আর ব্যাপারটা তেমন নেই! স্বপ্নের নারীর বিষয়ে ব্যাখা দেওয়া এখন বেশ কঠিন।
প্রশ্ন : কখনো ব্লাইন্ড ডেট করেছেন?
উত্তর : ঠিক ব্লাইন্ড ডেট করা হয়নি। আমি মেয়েটার নাম জানতাম, সে দেখতে কেমন তাও জানতাম। ঘটনাটাও মন্দ ছিল না। আফসোস যে সম্পর্কটা বেশি দূর গড়ায়নি!
প্রশ্ন : কোন ধরনের সম্পর্কে আপনি বিশ্বাস রাখেন?
উত্তর : পাগলামি ভরা ডেটিং থেকে একপর্যায়ে গড়ে ওঠা সুস্থির সম্পর্ক।
প্রশ্ন : শুটিংয়ের সময় বিব্রতকর মুহূর্ত...
প্রশ্ন : ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবিতে আমার আর আলিয়ার চুমু খাওয়ার দৃশ্য। চুমুর শটের জন্য রিহার্সাল করার বিষয়টা আসলেই বিব্রতকর ছিল। আমরা বুঝিওনি যে এ ব্যাপারে এমন কারিগরির মারপ্যাঁচ থাকতে পারে! আমাদের ঠোঁট, মাথা আর নাকের অ্যাঙ্গেল নিয়ে অনেক ধরনের বিষয় আমলে নিতে হয়েছিল। সত্যি বলতে, কিছুক্ষণ পর পুরো ব্যাপারটাই বিরক্তিকর লেগেছিল!
প্রশ্ন : পর্দায় কোন অভিনেত্রীকে চুমু খেতে চান?
উত্তর: দীপিকা পাড়ুকোনকে। আশা করি দর্শকদের ভালোই লাগবে, সাথে আমারও!
প্রশ্ন : সিনিয়র যেসব অভিনেত্রীর প্রতি আপনার আকর্ষণ...
উত্তর : বড় হওয়ার সময়টায় মাধুরী দীক্ষিত। আমি কাজলেরও বিরাট ভক্ত। চমৎকার চোখ তাঁর। ক্যামেরার সামনে তাঁর বেপরোয়া ব্যক্তিত্ব আমার খুবই ভালো লাগে।
প্রশ্ন : যখন শুটিং করেন না তখন....
উত্তর : বাইকে ঘুরি, নিজস্ব কাজ করি আর আমার পোষা কুকুর অস্কারের সাথে লম্বা সময় কাটাই।