বেস্ট অব লাক টাইগার্স : পড়শি
সংগীতশিল্পী পড়শি এখন ঢাকায় নেই। বিশ্বকাপ ক্রিকেট নিয়ে একটু ব্যস্ত রয়েছেন তিনি। তাই বলে ভাববেন না বাংলাদেশ বনাম আফগানিস্তানের খেলা দেখতে তিনি অস্ট্রেলিয়া চলে গেছেন।
পড়শি এখন সিলেটের চা বাগানে রয়েছেন। সেখানে ‘জয় হবেই হবে’ এর মিউজিক ভিডিও করছেন পড়শি। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশকে উজ্জীবিত করতেই তৈরি হচ্ছে এই মিউজিক ভিডিও।
যারা পড়শির গানের পাশাপাশি নাচের ভক্ত তাদের জন্য সুখবর হলো পড়শিকে এই গানে নাচতেও দেখা যাবে।
পড়শি এনটিভি অনলাইনকে বলেন, “‘জয় হবেই হবে’ গানটির মিউজিক ভিডিওতে দেশের সব সংস্কৃতি তুলে ধরার চেষ্টা করা হয়েছে। গানটিতে পয়লা বৈশাখেরও কিছু দৃশ্য থাকবে। আর নাচের একটি বড় অংশ রাখা হবে এই মিউজিক ভিডিওতে।”
নিজের ফেসবুক ফ্যানপেজে পড়শি লিখেছেন, “বেস্ট অব লাক টাইগার্স... জয় হবেই হবে, মাই সং ফর মাই কান্ট্রি, মাই সং ফর বাংলাদেশ।” পড়শি মনে করেন তাঁর এই গান ‘জয় হবেই হবে’ বাংলাদেশের মানুষের ভালো লাগবে।
‘জয় হবেই হবে’ মিউজিক ভিডিওর শুটিং খুলনা, সুন্দরবন, কক্সবাজার, বান্দরবান এবং সিলেটের চা বাগানে করা হয়েছে। আর এই গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান। গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন।