ব্রাদার্সের ড্রয়ের দিনে ফেনীর জয়
প্রথম ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কাছে বড় ব্যবধানে হেরেছিল ফেনী সকার ক্লাব। সেই দলটিই কিনা ফেডারেশন কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বিজেএমসিকে হারিয়ে দিয়েছে। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা ৩-০ গোলে জিতেছে।
ফেনীর এই জয়ের দিনে হোঁচট খেয়েছে ব্রাদার্স ইউনিয়ন। মৌসুম সূচক এই টুর্নামেন্টে রহমতগঞ্জের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা।
বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথমে ম্যাচে রহমতগঞ্জ এগিয়ে যায় ফরোয়ার্ড সুমন দের করা গোলে। ২৭ মিনিটে করা গোলটি বেশ কিছুক্ষণ ধরেও রেখেছিল তারা। ৭১ মিনিটে আফ্রিকান স্ট্রাইকার অগাস্টিনের গোলে খেলার সমতায় নিয়ে আসে ব্রাদার্স।
দিনের অন্য ম্যাচে ফেনীর জয়ে জোড়া গোল করেন দলটির গাম্বিয়ান ফরোয়ার্ড লামিন জাত্তা। যদিও বিরতির পর ফরোয়ার্ড সোহেল রানা দলটিকে গোলের সূচনা এনে দেন। ৫০ মিনিটে গোল করেন তিনি। জাত্তার পা থেকে বাকি দুটি গোল এসেছে ম্যাচের ৭৮ মিনিটে এবং ইনজুরি সময়ে।
এই জয়ে ফেনীর কোয়ার্টার ফাইনালে ওঠার দারুণ সম্ভাবনা তৈরি হয়েছে। তারা প্রথম ম্যাচে ৪-১ গোলে হেরেছিল শেখ জামালের কাছে।