সিলেট সিটিতে মেয়র আরিফকে বিএনপির মনোনয়ন
সিলেট সিটি করপোরেশনের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরীকে বিএনপি ও ২০ দলীয় জোটের পক্ষ থেকে মেয়র পদে মনোনয়ন দেওয়া হয়েছে।
আজ বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এর আগে গত রোববার গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরিশাল সিটি করপোরেশনে মেয়র পদে ২০ দলের প্রার্থী হিসেবে মজিবুর রহমান সারোয়ার ও রাজশাহীতে মোসাদ্দেক হোসেন বুলবুলের নাম ঘোষণা করেন। ওই দিন তিনি বলেছিলেন, সিলেটে মেয়র পদে ২০ দলের প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে।
এদিকে আজ গুলশানের রাজনৈতিক কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, নির্বাচন কমিশন ও সরকারের ভোট ডাকাতি ও জালিয়াতির পরও আসছে সিলেট, বরিশাল, রাজশাহী তিন সিটি করপোরেশন নির্বাচনেও অংশ নেবে বিএনপি। আর সেটি আমাদের চলমান আন্দোলনের অংশ। যার মাধ্যমে জনগণের সামনে বর্তমান গণবিরোধী সরকারে মুখোশ উন্মোচন করা হবে। এর মাধ্যমে জনগণের সামনে সরকার ও নির্বাচন কমিশনের চরিত্র বের হয়ে আসবে।